স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ না করে কর বৃদ্ধি, এফআইসিসিআই'র উদ্বেগ

  • অর্থনীতি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (এফআইসিসিআই) স্টেকহোল্ডারদের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই সরকারের মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (এসডি) বৃদ্ধির বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। 

সোমবার (১৩ জানুয়ারি) সংগঠনটি থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্বেগের কথা জানানো হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাট, এসডি এবং অন্যান্য ট্যাক্স বাড়ানোর ফলে দেশে ব্যবসায়িক ব্যয় বাড়বে। এর প্রভাব পড়বে ভোক্তাদের ওপর। সরকারের এমন সিদ্ধান্ত আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসার কার্যক্ষমতাকে হুমকির মুখে ফেলবে।

সতর্ক করে সংগঠনটি জানায়, খুচরা ভ্যাটের ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে এবং চাহিদা কমিয়ে আনবে। এর ফলে সরকারি রাজস্ব কমতে পারে।

বিজ্ঞাপন

চেম্বার আরও বলছে, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত দেশের ব্যবসায়িক পরিবেশে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করবে এবং ভবিষ্যতে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগকে (এফডিআই) বাধা দিতে পারে।

সংগঠনটি সরকারকে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এবং ভ্যাট প্রক্রিয়া সহজ করতে, ডিজিটাইজেশনকে উত্সাহিত করতে এবং বিক্রয়-চালিত কর কৌশলগুলোকে উন্নত করার জন্য সংস্কারের পরামর্শ দিয়েছে।