ঈদ যাত্রার চতুর্থদিনে কমলাপুর স্টেশন থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন ৮ থেকে ১৩ ঘণ্টা বিলম্বে ছাড়ে। বঙ্গবন্ধু সেতুপূর্ব ট্রেন লাইনচ্যুতের ঘটনায় শুক্রবার রাত ১১টার রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ছেড়ে যায় শনিবার সকাল সোয়া ১০টায়। ট্রেন আসলেই হুড়োহুড়ি করেই ভেতরে প্রবেশ করছেন যাত্রীরা।দীর্ঘক্ষণ চেষ্টা করেও ভেতরে যেতে পারেননি সিট বরাদ্দ পাওয়া যাত্রীরা।