‘আ.লীগ জনগণের মুখোমুখি হতে পারছে না’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধনে বক্তব্য দেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মানববন্ধনে বক্তব্য দেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাতের আঁধারে ভোট চুরি করায় জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ সরকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘তারা (আওয়ামী লীগ) কীভাবে ঘুরে দাঁড়াবে। এই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কী? তারা তো জনগণের মুখোমুখি হতে পারছে না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী তাঁতি দল অনুষ্ঠানের আয়োজন করে।

আমির খসরু বলেন, ‘আমাদের চলার পথ হচ্ছে গণতন্ত্র। আমাদের নির্ভরশীলতা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে। আমাদের নির্ভরশীলতা কোনো সরকারি সংস্থার ওপর নয়। বিএনপি আজ অনেক বেশি শক্তিশালী। গুম, খুন, হত্যা, মিথ্যা মামলার শিকার হয়ে জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে এই বিএনপি। এ দলের নেতা খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের মা। তাকে আজ কারাগারে আটকে রাখা হয়েছে। কারণ, তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি বাইরে থাকলে আওয়ামী লীগ ভোট চুরি করে জোর করে ক্ষমতায় যেতে পারতো না।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলাকে যেমন আটকে রাখা সম্ভব হয়নি, খালেদা জিয়াকেও আটকে রাখতে পারবে না এই স্বৈরাচার সরকার। দেশের মানুষের মধ্যে আগুন জ্বলছে। তারা তাদের বাকস্বাধীনতা, ভোটাধিকার ফিরে পেতে রাজপথে নামবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আবদুস সালাম আজাদ, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার প্রমুখ।