গৌরীপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ

  • উপজেলা করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে গৌরীপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।

বিজ্ঞাপন

পরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলায় দায়েরকৃত মামলার আসামিসহ গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনজনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, সদস্য হৃদয় পাশা মহসীন, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, জুবায়ের হোসেন আকাশ, আতিকুর রহমান সোহাগ, আনোয়ার হোসেন, শরীফ প্রমুখ।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, আবুল কালাম ফকিরের ওপর হামলায় দায়েরকৃত মামলা পুলিশ তদন্ত করছে। আসামিরা জামিনে রয়েছেন।