খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ দিনের কর্মসূচি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কর্মসূচি ঘোষণা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কর্মসূচি ঘোষণা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ দিনের কর্মসূচি দিয়েছে দলটি। কর্মসূচিগুলো বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পালিত হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে সবগুলোই মানববন্ধন কর্মসূচি।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব জানান, আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মৎস্যজীবীদল প্রথম মানববন্ধন কর্মসূচির আয়োজন করবে। এরপর ১৬ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল, ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী তাঁতীদল, ১৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি), ১৯ সেপ্টেম্বর ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ২০ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী), ২১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ওলামাদল, ২২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী), ২৪ সেপ্টেম্বর জাতীয়তাবাদী কৃষকদল, ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী শ্রমিকদল, ২৭ সেপ্টেম্বর অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এবং ২৮ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হবে।

কর্মসূচি ঘোষণার সময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে যাতে বিরোধী দল না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে। তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, আদালতে কোনো বিচার হয় না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। খালেদা জিয়ার প্রাপ্য জামিন তাকে দেওয়া হচ্ছে না। তার মুক্তির দাবিতে আমরা ধাপে ধাপে এ কর্মসূচিগুলো গ্রহণ করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ওলামাদলের সভাপতি মাওলানা শাহ নেছার উদ্দীন প্রমুখ।