ঘাটতি বাজেট নানামুখী সংকট তৈরি করে: জিএম কাদের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাপা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, পুরনো ছবি

জাপা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, পুরনো ছবি

জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার সর্বকালের বৃহৎ বাজেট দিয়েছে, আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। তবে বিশাল ঘাটতি বাজেট নানামুখী সংকট তৈরি করে থাকে।

বৃহস্পতিবার (১৩ জুন) বাজেট পরবর্তী বার্তা২৪.কমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সংসদের বিরোধী দলের আসনে থাকা জাপার অন্যতম এই নেতা বলেন, বিশাল ঘাটতি বাজেটে যেটা হয়- ঘাটতির কারণে অনেক খাত থেকে পয়সা কাটা হয়। জনকল্যাণমূলক অনেক কাজ নাও হতে পারে। দেখা যায়- সংসদে অনুমোদন হওয়ার পর স্বাস্থ্য-শিক্ষা খাতের অনেক বরাদ্দ কমে গেছে।

‘আরেকটি সংকট তৈরি হয়; দেখা যায়- ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। এতে তারল্য সংকট বেড়ে যায়। আমরা শুনতে পাচ্ছি, এখনই ব্যাংকে তারল্য সংকট রয়েছে। সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে সমস্যা আরও ঘনীভূত হবে। দেশীয় উদ্যোক্তারা সংকটে পড়তে পারেন।’

তিনি বলেন, অনেক সময় উপায় না দেখে সঞ্চয়পত্র থেকে যোগান দেওয়ার চেষ্টা হয়। সঞ্চয়পত্রের সুদের হার অনেক বেশি। এ বিষয়ে সচেতন হতে হবে। কারণ আমরা চাই না সংসদে পাশ হয়ে যাওয়ার পর জনকল্যাণকর কোনো প্রকল্প আটকে যাক। কোনো উন্নয়ন প্রকল্প থেমে যেন না যায়, যেন কাঁটছাট না করা হয়। সেদিকে সরকারকে নজর দিতে হবে।