ছোট পর্দায় আজ..

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

আমাদের রান্নাঘর-এর অতিথি আঁখি আলমগীর

আমাদের রান্নাঘর-এর অতিথি আঁখি আলমগীর

ঈদ উপলক্ষে ছোটপর্দায় চলছে বিশেষ অনুষ্ঠানমালা।

তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটার তালিকা জেনে নেয়া যাক।

বিজ্ঞাপন

আরটিভি

সন্ধ্যা ৬-০০, হাউ কাউ শো। ৭-৩০, নাটক, কাইল্লা চোরা উধাও। গল্প: মাইনুল খান, পরিচালনা: মীর সাব্বির। অভিনয়ে: আরমান পারভেজ মুরাদ, মীর সাব্বির, নাবিলা ইসলাম প্রমুখ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/21/1534858067076.jpg

এনটিভি

রাত ১১-৩০, সংগীতানুষ্ঠান, এই সময়ের গান। উপস্থাপনা: নীল এইচ জাহান। শিল্পী: রানা।

চ্যানেল আই

সন্ধ্যা ৬-১০, কাকু যখন কুমিল্লায় (ছোটকাকু সিরিজ, পর্ব-১)। গল্প: ফরিদুর রেজা সাগর। পরিচালনা: আফজাল হোসেন। অভিনয়: আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। ৭-৫০, নাটক, বড় বল ছোট বল। রচনা ও পরিচালনা: রেজানুর রহমান। অভিনয়: রওনক হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। রাত ১১-৩০, কৃষকের ঈদ আনন্দ, বিহাইন্ড দ্য সিন। ১২-০০ ঈদ আনন্দ আড্ডা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/21/1534858101066.jpg

চ্যানেল নাইন

সন্ধ্যা ৭-৪৫, টেলিছবি, খেলতাসি। গল্পবিন্যাস: স্যামুয়েল হক, রচনা ও পরিচালনায়: নোমান রবিন। অভিনয়: এভ্রিল, অন্তু করিম। রাত ৯-০০, ধারাবাহিক নাটক, বহে সমান্তরাল। রাত ৯-৪৫, নাটক, কেন এমন হয়? রচনা ও পরিচালনা: রাসেল আজম। অভিনয়: তৌসিফ মাহবুব, সাফা কবির।

বাংলাভিশন

বিকেল ৫-১৫, আমাদের রান্নাঘর। অতিথি: সংগীতশিল্পী আঁখি আলমগীর। উপস্থাপনা: গোলাম ফরিদা ছন্দা। রাত ৮-১৫, মমতাজের সরাসরি সংগীতানুষ্ঠান, চোখে তারে যায় না দেখা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/21/1534858126102.jpg