সরকারি সংবাদ পাঠিকা হিসেবে নিয়োগ পেলেন ছবি
দীর্ঘ অভিনয় ক্যরিয়ারে অসংখ্য চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন মেধাবী অভিনেত্রী ফারজানা ছবি। তবে এবার তিনি যুক্ত হলেন একেবারেই নতুন একটি কাজের সঙ্গে।
জীবনের এই পর্যায়ে এসে সরকারি চাকুরিজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন এই অভিনেত্রী। সে কথা নিজেই গতকাল তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
বাংলাদেশের একমাত্র সরকারি বেতার স্টেশন ‘বাংলাদেশ বেতার’-এর সংবাদ পাঠিকা হিসেবে নিয়োগ পেয়েছেন ফারজানা ছবি। সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করে ছবি ফেসবুকে লিখেছেন, ‘ছোটবেলায় আম্মা, আব্বা আর বড় ভাইয়া আমাকে চট্টগ্রাম বেতার কেন্দ্রে নিয়ে যেতেন। আবৃত্তি করতাম, ছড়া বলতাম। এখন তন্ময় (স্বামী) নিয়ে যায়। সকল কাজের মাঝেই আমি আনন্দ খুঁজে পাই। অংক কষে জীবনকে ভারাক্রান্ত করিনি কখনো। গতকাল ১৯. ১০. ২০২৪ ইং তারিখে অফিসিয়ালি নিয়োগপত্র নিয়ে বাংলাদেশ বেতারে প্রথম সংবাদ পড়লাম। এই কাজটিতে আমার পরিবারের পাশাপাশি নিরলসভাবে যিনি উৎসাহিত করে মনোঃশক্তি দিয়েছেন, তিনি যাত্রী ফেরদৌসি আপা, আপনাকে শ্রদ্ধা, ভালোবাসা।’
ছবি আরও লিখেছেন, ‘কাজের মাঝে চোখ ফেরালেই স্টুডিওতে বসা তন্ময়ের প্রশান্ত মুখটা আমাকে দিচ্ছিলো প্রশান্তি। আমার জীবনের যাত্রাপথকে যারা প্রতিমুহূর্তে উপভোগ্য করে তুলেছেন তাদের সকলের কাছে আমি ঋণী। আহা, তুমি এমনই জাল পেতেছো সংসারে, কার বা এমন সাধ্য আছে এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে। সৃষ্টিকর্তার কাছে অসীম কৃতজ্ঞতা।’
বাংলাদেশ বেতারের সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো অভিনেত্রী ফারজানা ছবির। সময় আর সুযোগ পেলেই বেতারের নাটকে অভিনয় করেন। গত বছর থেকে মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবেও কাজ করছেন।
এদিকে ফারজানা ছবির স্বামী তন্ময় সরকার ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়েছেন। সব মিলে ফারজানা ছবির পরিবারে কাটছে আনন্দের সময়।
ফারজানা ছবি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে অনেক দিন ধরেই বেতারের সঙ্গে আছি। নাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করি। এবার সংবাদ পাঠ শুরু করলাম। বিষয়টি আমার কাছে ভীষণ আনন্দের। কণ্ঠের পারফরম্যান্স সব সময় আমি উপভোগ করি। ছোটবেলা থেকেই উচ্চারণে খুব ভালো ছিলাম। এটা বেতারে এখন কাজে লাগছে। এখন আমাদের নাটক-সিনেমায় প্রমিত ভাষার ব্যবহার একেবারে কমে গেছে। কিন্তু বেতারে শুদ্ধ বাংলাকে জোর দেওয়া হয়। আমার মনে হয়, বেতার আমার যোগ্যতাকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। এ ছাড়া আমার স্বামী তন্ময় আজ (গতকাল) ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ শুরু করেছেন। একসঙ্গে আমাদের আনন্দের সময় কাটছে।’