৯১তম অস্কারে সম্পাদনায় সেরা ‘বোহেমিয়ান র্যাপসোডি’
বিনোদন
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে ফিল্ম এডিটিং বিভাগে সেরা হলো ‘বোহেমিয়ান র্যাপসোডি’। এই দায়িত্ব পালন করেছেন জন ওটম্যান।
এবারের আসরে একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান, ‘দ্য ফেভারিট’, ‘গ্রিন বুক’, ‘ভাইস’।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে থেকে ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয় ৯১তম অস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তবে এবার কোনও সঞ্চালক নেই। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে।
মেগাস্টার সালমান খানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’সহ বলিউডের বহু সিনেমায়ে গান গাওয়া ভারতের লোকগানের বরেণ্য শিল্পী সারদা সিনহা মৃত্যু বরণ করেছেন। গতকাল (৫ নভেম্বর) রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর তার ছেলে অংশুমান সিনহা নিশ্চিত করেন।
গত ২৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ‘পদ্মভূষণ’জয়ী এই গায়িকা। দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ৭২ বছর বয়সি এই শিল্পীকে। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
ছেলে অংশুমান সিনহা ইনস্টাগ্রামে লেখেন, ‘তোমার প্রার্থনা এবং ভালোবাসা আমাদের সঙ্গে সবসময় থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে উনি আর নেই আমাদের সঙ্গে।’
২০১৭ সালে শারদা সিনহার মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে। এটি এক ধরনের ক্যানসার, যা বোন ম্যারোকে আক্রান্ত করে। গত সেপ্টেম্বরে শারদার স্বামী রাজনীতিবিদ ব্রজ কিশোর স্ট্রোকজনিত কারণে মারা যান। পুত্র ছাড়াও এ দম্পতির বন্দনা নামে একটি কন্যাসন্তানও রয়েছে।
তার মৃত্যুর খবর শুনে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বলিউডের বিখ্যাত পরিচালন অনুরাগ ক্যাশপ। তার সাড়া জাগানো ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এ গেয়েছিলেন সদ্য প্রয়াত সারদা সিনহা। এছাড়া শোক প্রকাশ করেছেন এই ছবির অভিনেতা মনোজ বাজপায়ী ও অভিনেত্রী হুমা কুরেশি।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবিতা শেঠ সারদার সঙ্গে সুন্দর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে সারদাি জি চলে গেছেন। ইশ যদি খবরটা মিথ্যা হতো! আমাকে এতো স্নেহ দিয়েছেন তিনি যে তাকে হারানোর এই বেদনা কোনদিন ভুলতে পারবো না। তার মতো বিদগ্ধ শিল্পীর চলে যাওয়া সঙ্গীতাঙ্গনের জন্য অপূরনীয় ক্ষতি।’
১৯৫২ সালের ১ অক্টোবর বিহারে জন্মগ্রহণ করেন শারদা সিনহা। আশির দশকের শুরুতে তার সংগীত ক্যারিয়ার শুরু। মৈথিলী, ভোজপুরি, মাগধী ভাষার একাধিক গানও গেয়েছেন তিনি। তার গাওয়া ছট পূজার গান দারুণ জনপ্রিয়।
এবারের মার্কিন নির্বাচনে ৩৫ হাজার ৮১৪ জন ভোটারকে নিবন্ধন করেছেন কার্পেন্টার। এ ছাড়া আরও ২ লাখ ৬৩ হাজার ৮৭ জন ভোটারের নিবন্ধনের পেছনেও তার অবদান রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ লাখ ভোটার নিবন্ধনের পেছনে সাবরিনার সরাসরি অবদান রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি।
যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগীতশিল্পীদের নিয়ে কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান হেডকাউন্ট। এই প্রতিষ্ঠানের তথ্যমতে, এবারের মার্কিন নির্বাচনে একক শিল্পী হিসেবে ভোটার নিবন্ধনে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাবরিনা।
চলতি বছরের অন্যতম এই আলোচিত গায়িকা ২৭ হাজার নতুন ভোটার নিবন্ধনের পেছনেও অবদান রেখেছেন। চলতি বছর ‘একপ্রেসো’ গায়িকার আলোচিত সংগীত সফর ‘শর্ট অ্যান্ড সুইট’ এ ক্ষেত্রে বড় অবদান রেখেছে। প্রতিটি ট্যুরেই গানের সঙ্গে নিজের ভক্ত-অনুসারীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ২৫ বছর বয়সী মার্কিন গায়িকা।
ভ্যারাইটির প্রতিবেদনে আরও জানা গেছে, সাবরিনা ছাড়াও এবারের নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধ করতে বড় অবদান রেখেছেন আরেক জনপ্রিয় গায়িকা আরিয়ান গ্রান্ডেও।
সাবরিনা কার্পেন্টার এ সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের একজন। চলতি বছর তিনি ‘এসপ্রেসো’ গানটি দিয়ে অনেক রেকর্ডই ভেঙে দিয়েছেন। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’-এর ‘টাইম ১০০ নেক্সট ২০২৪’-এর তালিকায় স্থান করে নিয়েছেন সাবরিনা।
গত ১১ এপ্রিল ‘এসপ্রেসো’ মুক্তি পাওয়ার পরই গানটি যুক্তরাষ্ট্রসহ ২০টি দেশের টপ চার্টের শীর্ষে ছিল। মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইতে এক বিলিয়ন স্ট্রিমিং হওয়া প্রথম গান এটি। গানটির জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে বর্ষসেরা গানের পুরস্কার জেতেন তিনি। এ ছাড়া তার আরেকটি গান ‘প্লিজ প্লিজ প্লিজ’ও টপ চার্টগুলোয় ঝড় তোলে।
০৪ নভেম্বর ২০২৪ ইং, সোমবার, সন্ধ্যা ০৭.৩০ মিনিট, বিশ্বসাহিত্য কেন্দ্রে নৃত্যাঞ্চলের প্রাণ-পুরুষ মুহাম্মদ জাহাঙ্গীর এর জন্মদিন উপলক্ষে মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে ‘নৃত্যাঞ্চল পদক’ ২০২৪ এর ভূষিত ব্যক্তির নাম ঘোষণা ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যাঞ্চলের সকল কলাকুশলীরা মঞ্চে উঠে মুহাম্মদ জাহাঙ্গীরের নৃত্যাঞ্চল নিয়ে ভাবনা তার পরিকল্পনাকে বাস্তবায়িত এবং নৃত্যাঞ্চলের সকল কর্ম ও সৃজনে তাঁকে স্মরণ করবার দৃঢ় শপথ নেন।
এরপর মুহাম্মদ জাহাঙ্গীরের কর্মময় জীবনের উপর তথ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে তাঁর কর্মময় জীবনের উপর আলোচনা করেন বড় ভাই অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রহিম, ঢাকা বিশ^বিদ্যায়য়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, বরেণ্য নৃত্যশিল্পী কাজল ইব্রাহিম। এসময় আরো উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যবৃন্দ সহ অনেক গুনগ্রাহি। এরপর ২০২২ সালের পদক প্রদান ও লোকনৃত্য উৎসবের কিছু অংশ দর্শকদের সামনে প্রদর্শন করা হয়। বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধামাইল গান ও নৃত্যের বিশিষ্ট গুনীজন ব্যক্তি হিসাবে শ্রীমতি কুমকুম রাণী চন্দ‘কে মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে নৃত্যাঞ্চল পদক ২০২৪ ভূষিত করে তাঁর নাম ঘোষনা করা হয়।
‘নৃত্যাঞ্চল পদক’ ২০২৪ এ ভূষিত ব্যক্তির নাম ঘোষনা করেন মুহাম্মদ জাহাঙ্গীরের সহধর্মিণী মিসেস রেহানা আক্তার ঝর্ণ। এরপর নৃত্যাঞ্চলের শিল্পীরা পরিবেশন করে ধামাইল নৃত্য। নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহাঙ্গীর স্বপ্ন দেখতেন নৃত্যাঞ্চল এদেশের মৌলিক ও স্বক্রিয় ধারার নৃত্যগুলোকে এগিয়ে নিয়ে যাবে। তারি ধারাবাহিকতায় নৃত্যাঞ্চল প্রতি দু‘বছর অন্তর লোকনৃত্য উৎসবের আয়োজন করে আসছে। আগামী ফেব্রুয়ারী, ২০২৫ তিনদিন ব্যাপী লোকনৃত্য উৎসব “শিকড়ের সন্ধানে বাংলার লোকনৃত্য” আয়োজনের মাধ্যমে মুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে নৃত্যাঞ্চল পদক ২০২৪ শ্রীমতি কুমকুম রানী চন্দ‘কে প্রদান করা হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশ বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শামীম আরা নীপা।
বিয়ের ১৩ বছর পর পরিবারের প্রতি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সানি-ড্যানিয়েল দম্পতি।
সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানি লিওন। বিবাহের ১৩ বছর অতিবাহিত হওয়ার পর গত ৩১ অক্টোবর মালদ্বীপে স্বামীর সাথে তারা বিবাহের প্রতিশ্রুতি নবায়ন করেছেন। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।
প্রতিবেদনে আরে উল্লেখ করা হয়, সানি ও ড্যানিয়েল আরও আগেই এই আয়োজন করার কথা ভেবেছিলেন। কিন্তু তাদের সন্তানদের পরিবারের এই অনুষ্ঠানের তাৎপর্য বোঝানোর জন্য অপেক্ষা করেছিলেন।
তাই সন্তানদের স্কুলের ছুটি থাকায় দীর্ঘদিনের অপেক্ষায় থাকা এই অনুষ্ঠানটি সম্পন্ন করে। এই অনুষ্ঠানে সানি লিওন ও ড্যানিয়েল দুজনেই তাদের লিখিত প্রতিজ্ঞা পড়ে শুনিয়েছেন এবং তাদের তিন সন্তান পরিবার বলতে কি বোঝে তা উল্লেখ করেছেন। এক পর্যায়ে ড্যানিয়েল সানি লিওনকে রিং গিফট করে মুহূর্তটি আরো উপভোগ্য করে তুলেছেন।
মালদ্বীপে এই আয়োজন করার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, সানি লিওন দম্পতির অবকাশ যাপনের জন্য পছন্দের জায়গাগুলোর একটি হলো মালদ্বীপ। তাই তারা এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য মালদ্বীপকে বেঁছে নিয়েছে।