এবার দাবানলের কবলে মিউজিক সেনসেশন ডুয়া লিপা
লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়েছে অনেক তারকার বাড়ি। দাবানল থেকে বাঁচতে বাড়ি ছেড়ে গেছেন অনেক তারকা। মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, দাবানলে অন্তত ৩৩ তারকার বাড়ি পুড়েছে। এবার দাবানলের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন এই সময়ে বিশ্ব সঙ্গীতের অন্যতম সেনসেশন ডুয়া লিপা।
প্যাসিফিক প্যালিসেডসে বহু তারকার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে ডুয়া লিপাকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ দাবানলের ভিডিও ভিডিও শেয়ার করেছেন এই গায়িকা।
ইনস্টাগ্রামে ডুয়ার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের আকাশ ঢেকে গেছে ধূসর ধোঁয়ায়। গায়িকা লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ংকর। এই দাবানলের জন্য যাদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হলো, তাদের কথা ভাবছি।’
এমন বিপর্যয়ে মানুষকে সাহায্য করার কথাও বলেছেন ডুয়া। তিনি লিখেছেন, ‘যারা অর্থ প্রদান করতে চান অথবা আশ্রয় দিতে চান গৃহহারাদের, তাদের জন্য আমি কয়েকটি লিংক শেয়ার করে নিচ্ছি।’ অনুরাগীদের জন্য নিজের খবরও দিয়েছেন ডুয়া দিয়েছেন।
ব্রিটিশ এই পপ তারকা লিখেছেন, ‘আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যারা লড়াই করছেন, তাদের জন্য ভালোবাসা পাঠালাম। সকলেই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।’
২০২০ সালে বেভার্লি হিলসে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া। লেলিহান দাবানলের আঁচ পড়েছে সেই বাড়ির ওপর। নিরাপত্তার জন্যই তাকে সেই বাড়ি ছেড়ে চলে আসতে বলা হয়।
ডেমি মুর, অ্যান্টনি হপকিনস্, প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ক্যামেরন ম্যাথেসনসহ বহু তারকার বাড়ি পুড়ে ছাই হয়েছে এই দাবানলে।