শেষ আটে নাদাল, ওসাকার বিদায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোয়ার্টার-ফাইনালে উঠে যারপরনাই উচ্ছ্বসিত নাদাল, ছবি: সংগৃহীত

কোয়ার্টার-ফাইনালে উঠে যারপরনাই উচ্ছ্বসিত নাদাল, ছবি: সংগৃহীত

রাফায়েল নাদালের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচ। কিন্তু ২০১৪ সালের ইউএস ওপেন জয়ীকে পাত্তাই দেননি স্প্যানিশ সুপারস্টার। চার সেটের লড়াই শেষে নাদাল ঠিকই পৌঁছে গেছেন কোয়ার্টার-ফাইনালে।

তবে ফ্লাশিং মিডোসের মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। জাপানি তারকা ৫-৭ ও ৪-৬ গেমে হার মানেন সুইস প্রতিপক্ষ বেলিন্ডা বেনচিচের কাছে।

বিজ্ঞাপন
হার মেনে হতাশ নাওমি ওসাকা, ছবি: সংগৃহীত

 

ক্লে-কোর্টের রাজা প্রথম সেট অনায়াসেই জিতে যান ৬-৩ গেমে। কিন্তু দ্বিতীয় সেটে খেলায় ঘুরে দাঁড়ান আসরের ২২তম বাছাই চিলিচ। সমতায় ফেরেন ৬-৩ গেমে জিতে।

বিজ্ঞাপন

কিন্তু পরের দুই সেটে প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বিতা গড়ার আর কোনো সুযোগই দেননি স্প্যানিশ এ মেগাস্টার। ৬-১ ও ৬-২ গেমের স্বাচ্ছন্দ্যের জয়ে ম্যাচ নিজের করে নেন।

শেষ আটে ১৮ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল লড়বেন ২০তম বাছাই আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজম্যানের বিপক্ষে।