একে তো ম্যাচের দৈর্ঘ্য আগেই কমে এসেছি। তার ওপর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ একাদশের এই প্রস্তুতি ম্যাচে বারবার বাগড়া দিচ্ছিল বৃষ্টি, তার ফলে যা হওয়ার তাই হয়েছে; ম্যাচটা ড্র হয়েছে। তবে শেষ দিনে বোলাররা বেশ পারফর্ম করেছেন। বিশেষ করে হাসান মুরাদ আলো কেড়ে নিয়েছেন দারুণ এক হ্যাটট্রিক করে। তাতে বেশ আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটা শেষ করেছে সফরকারীরা।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৫৩/৭ রানের জবাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের স্কোরকার্ড রোববার দিনের খেলা শেষে ছিল ৫/১। তবে সোমবার তাদের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। মাত্র ২৭.৪ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায় তারা।
বাংলাদেশের তরুণ বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ বল হাতে জ্বলে ওঠেন। তিনি হ্যাটট্রিকসহ অসাধারণ বোলিংয়ে ৩ উইকেট নেন মাত্র ১ রানের বিনিময়ে। এছাড়া হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ধ্বংসস্তূপে পরিণত করেন।
বাংলাদেশের ইনিংসের প্রধান অবদান রাখেন জাকের আলি (৪৮), মাহিদুল ইসলাম (৪১), এবং লিটন দাস ও মুমিনুল হক, যাদের দুজনই করেন ৩১ রান।
বৃষ্টির কারণে খেলাটি যথেষ্ট দীর্ঘায়িত না হলেও বাংলাদেশ দলের বোলারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক। ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে এই ম্যাচটি তাদের আত্মবিশ্বাস বাড়াবে।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু গতকাল সোমবার চলে গেছেন না ফেরার দেশে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাতে শোক জানিয়েছিল। আজ বাফুফে প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিন্টু। সোমবার দুপুর নাগাদ তিনি চলে যান না ফেরার দেশে। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর সংবাদে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে।
আজ সকালে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
তার জানাজায় হাজির হয়েছিলেন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালসহ তার কমিটি। সঙ্গে স্বাধীন বাংলা ফুটবল দলে অধিনায়ক পিন্টুর সতীর্থ থেকে শুরু করে ফুটবলাঙ্গনের অনেক তারকারাই উপস্থিত ছিলেন সেখানে।
হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে গেল। গ্যারি কারস্টেন দায়িত্ব ছাড়ার পর সাদা বলের জন্য লাল বলের কোচ জেসন গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন করে আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা! হঠাৎ করে পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক।
আজ সোমবার এক বিবৃতি দিয়ে সাবেক পেসার আকিব জাভেদকে ওয়ানডে ও টি টোয়েন্টি দলের কোচ করার খবরটি জানিয়েছে পিসিবি। তবে দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন গিলেস্পিই। এরপর আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই পদে থাকছেন আকিব। নির্বাচক কমিটিতে আছেন পাকিস্তানি সাবেক এই ক্রিকেটার।
সোমবার গাদ্দাফি স্টেডিয়ামে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গণমাধ্যমের সঙ্গে বলেন, ‘সাময়িকভাবে আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচের দায়িত্ব নিতে বলেছি আমরা। খুব তাড়াহুড়া করে অন্য কোচ আনতে চাই না। এই তিন মাসের বিরতিতে আকিব কাজ করবে। তিনি অবশ্যই অন্য দিক নিয়ে কাজ করতে চায়, কিন্তু আমরা তাকে প্রধান কোচ হিসেবে তিন মাস কাজ করার জন্য অনুরোধ করেছিলাম।’
পিসিবি জানিয়েছে সাদা বলের জন্য শিগগিরই স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে। চ্যাম্পিয়নস ট্রফির পরই সেটা করতে চাইছে তারা। এই টুর্নামেন্ট পাকিস্তানে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা। এর আগে আগামী নভেম্বর-ডিসেম্বর জিম্বাবুয়েতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তারপর দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের সিরিজের আগে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দলটি।
চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। সোমবার রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি ফুটবলার। বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে শোকাহত গোটা ক্রীড়াঙ্গন। সবার ভালবাসা আর শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন তিনি।
আজ বিকেলে রাজধানীর ধানমন্ডি মসজিদে জাকারিয়া পিন্টুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বাদ জোহর প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে তাকে। এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
আজ প্রয়াত পিন্টুর প্রথম জানাজায় এসেছিলেন ফুটবলাঙ্গনের অনেকে। দেখা মিলল সাবেক তারকা ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম,
বাংলাদেশের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন কাজী আনোয়ারকেও।
জাকারিয়া পিন্টুর এক মেয়ে বাবাকে শেষবারের মতো দেখতে ইংল্যান্ড থেকে ঢাকার পথ ধরেছেন। সন্ধ্যার পর থেকে হিমঘরে রাখা হয়েছে মরদেহ।
মঙ্গলবার প্রেসক্লাব ছাড়াও সকালে পিন্টুর প্রাণপ্রিয় ক্লাব মোহামেডানে হবে আরও একটি জানাজা। মোহামেডান ক্লাবে পিন্টুকে গার্ড অফ অনার দেওয়া হবে। স্বাধীন বাংলা ফুটবলাররা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ায় রাষ্ট্র সম্মাননা জানাবে তাকে।
জাকারিয়া পিন্টুর প্রয়াণে এরইমধ্যে শোক জানিয়েছে বাফুফে, মোহামেডান ক্লাব, আবাহনী, দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন সাফসহ দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, সংস্থা ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছে। এক বার্তায় স্বাধীন বাংলা ফুটবল দলের এই অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধ পিন্টুর প্রতি সম্মান জানিয়ে ফেডারেশন বলেছে, তার অবদান কখন দেশের ফুটবল ভুলবে না।