ইউএস ওপেন
তৃতীয় রাউন্ডে সেরেনা, জোকোভিচ ও ফেদেরার
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন সেরেনা উইলিয়ামস। তবে বিদায় নিয়েছেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস। পুরুষদের এককে দ্বিতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মার্কিন সুপারস্টার সেরেনা প্রথম সেট অবশ্য ৫-৭ গেমে হেরেই বসে ছিলেন। কিন্তু পরের দুই সেটে স্বদেশী প্রতিপক্ষ কেটি ম্যাকনালিকে পাত্তাই দেননি। ৬-৩ ও ৬-১ গেমে জিতে ম্যাচ নিজের করে নেন এ ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
প্রথম সেট ৩-৬ গেমে হেরে গিয়ে ছিলেন সুইস মেগাস্টার রজার ফেদেরারও। কিন্তু পরের তিন সেটে ২০ বারের এ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন বসনিয়ান প্রতিপক্ষ দামির দুমহুরকে।
বিশ্বসেরা সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ৬-৪, ৭-৬ (৭-৩) ও ৬-১ ব্যবধানে হারান আর্জেন্টিনার হোয়ান ইগনিয়াসিও লন্ডারোকে।
ইউক্রেনের এলিনা সোভিৎলিনার কাছে সরাসরি সেটে ৬-৪ ও ৬-৪ গেমে হার মানেন ভেনাস।