ইউএস ওপেন
সেরেনার মুখোমুখি শারাপোভা
দোরগোড়ায় কড়া নাড়ছে ইউএস ওপেন। ২৬ আগস্ট থেকে কোর্টে গড়াচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম আসর। টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই মারিয়া শারাপোভার দেখা হয়ে যাচ্ছে সেরেনা উইলিয়ামসের সঙ্গে। তার মানে প্রথম রাউন্ডেই টেনিসের এক মহাতারকাকে হারিয়ে কিছুটা হলেও সৌন্দর্য হারিয়ে ফেলবে আসরটি।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে ব্রিটেনের জোহান্না কোন্টা মোকাবেলা করবেন রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে।
শিরোপা ধরে রাখার মিশনে নামছেন ১৬ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এ নাম্বার ওয়ান খেলবে স্প্যানিশ তারকা রবার্তো কারবালেস বায়েনার বিপক্ষে।
মেয়েদের এককে গত বারের চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকার প্রতিপক্ষ রাশিয়ার আন্না ব্লিনকোভা। উইম্বলডন জয়ী সিমোনা হ্যালেপ লড়বেন বাছাই পর্ব উতড়ে আসা এক কোয়ালিফাইয়ারের বিপক্ষে। তবে তার প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।
১৮ মেজর ট্রফির মালিক ক্লে-কোর্টের রাজা স্পেনের রাফায়েল নাদাল নতুন মিশন শুরু করবেন অস্ট্রেলিয়ার জন মিলম্যানের ম্যাচ দিয়ে। ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক সুইস মহাতারকা রজার ফেদেরার খেলবেন একজন কোয়ালিফাইয়ারের বিপক্ষে। বাছাই পর্ব শেষ না হওয়ায় তার প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।