রুদ্ধশ্বাস ফাইনালে ফেদেরারকে হারিয়ে উইম্বলডন জোকোভিচের

  • সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরেকটি উইম্বলডন ট্রফি জিতলেন জোকোভিচ

আরেকটি উইম্বলডন ট্রফি জিতলেন জোকোভিচ

স্বপ্নের মতো এক ফাইনাল! যেখানে সমান তালেই লড়লেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। দুই কিংবদন্তির লড়াই। রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়ানো উইম্বলডনের ফাইনালে শেষ অবধি ফেদেরারকে হারিয়ে উইম্বলডন পুরুষ এককের ট্রফি জিতলেন জোকোভিচ! টানা দ্বিতীয়বার তার হাতে উঠল টেনিসের আন অফিসিয়াল বিশ্বকাপ খ্যাত এ শিরোপা!

রোববার (১৪ জুলাই) লন্ডনের সেন্টার কোর্টে ফাইনালে প্রথম সেট হারের পর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন ফেদেরার। কিন্তু তৃতীয় সেটে ফের চমক দেখান সার্বিয়ান জোকোভিচ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারকে হতাশ করেন তিনি।

ম্যারাথন লড়াই চলল। ৪ ঘণ্টা ৫৫ মিনিট স্থায়ী ম্যাচে ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬, ১৩-১২ (৭-৩) গেমে জিতলেন জোকোভিচ। এটি তার উইম্বলডনে পঞ্চম ট্রফি!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563134347377.jpg

৩২ বছর বয়সী জোকোভিচের এটি ১৬ তম গ্র্যান্ডস্ল্যাম ট্রফি। ফেদেরারকে ছুঁয়ে ফেলার পথেই আছেন এই সার্বিয়ান।

সুইজারল্যান্ডের ৩৯ বছর বয়সী কিংবদন্তির বিপক্ষে বেশ চমক জাগানিয়া খেলা উপহার দেন জোকোভিচ। আর সেটা করতে না পারলে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হতে পারতেন ফেড এক্সপ্রেস। কিন্তু হল না। হতাশা নিয়েই ছাড়তে হলো উইম্বলডনের ঘাসের কোর্ট!

বিজ্ঞাপন