ফেদেরারকে উড়িয়ে ফাইনালে ক্লে কোর্টের রাজা নাদাল
রোলা গ্যাঁরোর গ্র্যান্ড স্ল্যাম বলে কথা! এখানে রাজা একজনই- রাফায়েল নাদাল! প্যারিসের লাল দূর্গে ১১ বারের চ্যাম্পিয়ন তিনি। শুক্রবার তার মুখোমুখি হয়েছিলেন আরেক কিংবদন্তি রজার ফেদেরার। কিন্তু নাদালের সঙ্গে পেরে উঠেন নি। সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের মহাতারকাকে হারালেন এই স্প্যানিয়ার্ড!
চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেররাকে অনায়াসে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের টিকিট পেলেন নাদাল।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামে শুক্রবার ফেদেরারকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারান রাফায়েল নাদাল। রোলা গ্যাঁরোয় ১২ নম্বর ট্রফি জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলেন ৩৩ বছর বয়সী এই তারকা। ফাইনালে তার প্রতিপক্ষে হবে অন্য দুই সেমি-ফাইনালিস্ট নোভাক জোকোভিচ কিংবা দমিনিক থিয়েম।
তিন বছরের বিরতি শেষে ফ্রেঞ্চ ওপেনের ফিরে দারুণ খেলছিলেন ফেদেরার। ৩৭ বছর বয়সী কিংবদন্তি ওঠে আসেন শেষ চারে। কিন্তু ফাইনালে উঠার লড়াই পেরে উঠলেন না তিনি। সেমিতে সরাসরি সেটেই হারলেন নাদালের কাছে। ২ ঘণ্টা ২৫ মিনিটের লড়াইয়ে জয় স্প্যানিশ টেনিস লিজেন্ডের। এনিয়ে ক্লে কোর্টে ফেড এক্সপ্রেসের বিপক্ষে ১৬ খেলায় তিনি জিতলেন ১৪টিতেই।
ক্যারিয়ারে ফেদেরার জিতেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম একক। যারমধ্যে ফরাসি ওপেনের শিরোপা মাত্র ১টি। ২০০৯ সালের পর আর সাফল্য নেই!