রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করবেন যেভাবে

  • সাইফুল্লাহ সাইফ, রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়। চলবে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আগামী ২০-২২ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের (http://admission.ru.ac.bd) ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছুদের এ আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

অনলাইনে যে প্রক্রিয়ায় প্রাথমিক আবেদনটি করতে হবে তা বার্তাটোয়েন্টিফোর.কমের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

ওয়েবসাইটের হোম পেজে Start Preliminary Application-লেখা অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে। এরপর সেখানে প্রার্থীকে তার এসএসসি বা সমমান ও এইসএসসি বা সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষাবোর্ড ও পাশের বছর দিতে হবে। একই সঙ্গে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর যথাস্থানে ইনপুট দিতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

তবে কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাবোর্ডের স্থলে প্রযোজ্য ক্ষেত্রে echnical Vocational অথবা Technical-HBM/DIC অথবা Business Management দিতে হবে। জিসিই (এ লেভেল ও লেভেল) ও বিএফএ’র শিক্ষার্থীরা বোর্ডের স্থলে Others GCE-A Level/BFA-সিলেক্ট করতে হবে।

সকল তথ্য সঠিকভাবে পূরণ করে Submit-অপশনে ক্লিক করলে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের পেজ পাওয়া যাবে। কোনো আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেজে না পাওয়া গেলে Complain Box-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাদিসহ সংশ্লিষ্ট অভিযোগ দিতে হবে।

প্রাথমিক আবেদনের প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়ার শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। সঠিক নম্বর প্রদানের পর Submit-এ ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে চার ডিজিটের একট পিন নম্বর যাবে। প্রাপ্ত পিন নম্বরটি নির্ধারিত বক্সে লিখে ‘ভেরিফাই পিন’এ ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে। মোবাইল নম্বর ভুল হলে এডিট মোবাইল নম্বর লিংকে গেলে নম্বরটি সংশোধন করতে হবে।

প্রাথমিক আবেদনে ইউনিট সিলেকশন

মোবাইল নম্বর নিশ্চিত করলে প্রার্থীর এসএসসি বা সমমান এবং এইসএসসি বা সমমান পরীক্ষার তথ্যসহ প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সমূহের তালিকা প্রদর্শিত হবে। সকল তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। কোনো প্রকর গরমিল দেখা গেলে ‘এক্সিট’ এ ক্লিক করে তা সংশোধন করে নিতে হবে। আবেদনকারী যে যে ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তাদের পাশে টিক চিহ্ন দিয়ে Submit-এ ক্লিক করতে হবে।

ছবি আপলোড

আবেদনকারীকে সদ্য তোলা ৩০০*৪০০ পিক্সেল সাইজের স্পষ্ট রঙিন জেপিজি ফরমেটের ছবি আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ ১০০ কিলোবাইটের মধ্যে রাখতে হবে। ছবির পেছনে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার গাছপালা, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। স্কুল বা কলেজ ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না। আবেদনের সময় প্রদত্ত ছবিই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করা হবে। সফটওয়্যারের মাধ্যমে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না। প্রাথমিক আবেদনের সময় ছবি সংক্রান্ত কোনো সংশোধন করা যাবে না।

কোটার তথ্য প্রদান

সঠিকভাবে ছবি আপলোডের পর আবেদনকারী যদি কোটার সুবিধা নিতে আগ্রহী হয় তাহলে তার ‘ঈন্সিত কোটা’ বা কোটা সমূহ সিলেক্ট করতে হবে। ‘এফএফকিউ’র আবেদনকারীকে অতিরিক্ত দুটি অপশন পুত্র বা কন্যা বা নাতি বা নাতনির একটি অবশ্যই সিলেক্ট করতে হবে। যে কোটায় আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের দুই মেগাবাইটের স্ক্যান কপি একটি মাত্র জেপিজি অথবা পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে। এছাড়া ‘এফএফকিউ’র ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্র এবং প্রার্থীর সঙ্গে সম্পর্ক প্রয়োজনীয় জন্মসনদপত্র একটি ফাইল জেপিজি বা পিডিএফ’র মাধ্যমে আপলোড করতে হবে। অন্যান্য কোটার ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করতে হবে।

আবেদনের তথ্য প্রদান সম্পন্নকরণ

প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে প্রদানের পর Next অপশনে ক্লিক করার মাধ্যমে পরবর্তী ধাপে আবেদনকারীর তথ্যাবলী প্রদর্শিত হবে। কোনো তথ্য ভুল থাকলে Back অপশনে ক্লিক করলে প্রার্থীর প্রাথমিক আবেদনের তথ্যাদি প্রদান সম্পন্ন হবে এবং একটি স্লিপ দেওয়া হবে। প্রাপ্ত স্লিপে আবেদনকারীর Application ID, Bill Number এবং ফি’র পরিমাণ ৫৫ টাকা মুদ্রিত থাকবে। স্লিপটির নিচের দিকে অবস্থিত Download Payslip-অপশনে ক্লিক করে স্লিপটি প্রিন্ট বা সংরক্ষণ করা যাবে। এরপর ok অপশনে ক্লিক করলে প্রক্রিয়াটি শেষ হবে। পরে প্রাপ্ত বিল নম্বর ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিতে হবে।

পরে প্রাথমিক আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটের জন্য অনধিক ৩২ হাজার আবেদনকারী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীকে আগামী ১৬ সেপ্টেম্বরের নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের গিয়ে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে।

ফি প্রদান পদ্ধতি ও প্রাথমিক আবেদন নিশ্চিতকরণ

স্লিপে প্রদত্ত বিল নম্বর ব্যবহার করে রকেট বা শিওর ক্যাশের মাধ্যমে প্রাথমিক আবেদনের জন্য সার্ভিসচাজসহ ৫৫টাকা দিয়ে প্রাথমিক আবেদন নিশ্চিত করতে হবে।

বিশেষ প্রার্থীদের আবেদন পদ্ধতি

জিসিই A লেভেল, O লেভেল বিএফএ’র আবেদনকারীদের ওয়েবসাইটের হোম পেজে Start Preliminary Application-অপশনে ক্লিক করে পরবর্তী পেজে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যসহ এইচএসসি ও এসএসসি এর সমমান পরীক্ষার মার্কশিটের Scan Copy-আপলোড করতে হবে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে আবেদনের যোগ্যতার বিষয়টি অবহিত করা হবে। এর পর আবেদনকারীকে অন্যান্য আবেদনকারীদের মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।