বেইজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ

  • আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেইজিংয়ের মার্কিন দূতাবাসের সামনে একটি রাস্তায় বিস্ফারণ হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

দূতাবাসের একজন কর্মকর্তা সিএনএনকে বলেন, বিস্ফোরণটি মূল ভনের খুব কাছেই হয়েছে।

বিজ্ঞাপন

বিস্ফোরনস্থলের কাছে সামান্য কিছুই ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গেছে। রাজধানীর চাওয়োইয়াং জেলায় অবস্থিত দূতাবাসের বাইরের এলাকা এখন নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।

/uploads/files/jLvOf1RD7bMVvOC4E3WFWdGuI6iZ8EmZFsT05dTp.jpeg

দূতাবাসের মুখপাত্রের অনুসারে, বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারীই শুধু আহত হয়েছেন। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা নেই।

উল্লেখ্য, বেইজিংয়ের মার্কিন দূতাবাস বিশ্বের অন্যতম সুরক্ষিত এলাকা। সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ শক্তিশালী।