আগস্টেই শুরু ইউএস ওপেন!

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৩১ আগস্ট থেকে শুরু হতে পারে ইউএস ওপেন

৩১ আগস্ট থেকে শুরু হতে পারে ইউএস ওপেন

করোনাভাইরাসের সঙ্গে লড়াই শেষ হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের। আক্রান্তের সংখ্যা বাড়ছেই। মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। তারপরও জীবন আর কতদিন থেমে থাকে। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। এরমধ্যে মাঠের খেলাও ফিরতে শুরু করেছে। জানা গেল করোনা শঙ্কা কাটিয়ে আগস্টে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন টেনিস।

যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন পরিস্থিতির উপর নজর রাখছে। আগামী ৩১ আগস্ট থেকে চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেন শুরু করার প্রস্তুতি নিচ্ছে তারা।

বিজ্ঞাপন

তবে তার আগে অনুমোদন পেতে হবে এটিপি ও ডব্লিউটিএ-র। এরমধ্যে ২৩ আগস্ট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও ৩১ আগস্ট এই গ্র্যান্ড স্ল্যাম শুরু করতে চাইছেন আয়োজকরা। এনিয়ে শিগগিরই সিদ্ধান্তে আসবে তারা।

যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ক্রিস উইডমেয়ার জানালেন ‘দেখুন, আমরা টুর্নামেন্ট আয়োজনের পুরো প্রক্রিয়া আর তার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করে চলেছি। আশা করছি ২০২০ যুক্তরাষ্ট্র ওপেন আমরা নির্ধারিত সময়ের আশেপাশেই শুরু করতে পারব।’

বিজ্ঞাপন

করোনার কারণে গত মার্চ থেকে বন্ধ সব পেশাদার টেনিস টুর্নামেন্ট। শুধু টেনিস কেন সব খেলাই বন্ধ। তবে বেশ কিছুদিন পর এই জুনে এসে অনেকেই মাঠে ফেরাতে শুরু করেছেন খেলাধুলা। তবে এরমধ্যে বাতিল হয়েছে ২০২০ টোকিও অলিম্পিক, ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন।

তবে ইউএস ওপেনে এবার তারকারা খেলবেন কিনা শঙ্কা থাকছে। কারণ এরইমধ্যে নোভাক জোকোভিচ ও রজার ফেদেরারের মতো বড় তারকারা উদ্বেগ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ভয়াবহ। তবে নিজ দেশে খেলতে মুখিয়ে আছেন নারী তারকা সেরেনা উইলিয়ামস।