ডেভিস কাপে যাচ্ছে বাংলাদেশ দল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় বাহরাইনে অনুষ্ঠেয় ‘২০২৪ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজ ঢাকা ছাড়ল বাংলাদেশ দল। ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এবারের ডেভিস কাপে স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তূর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন ডেভিস কাপ দল অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারী দলসমূহ ৪টি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে খেলার মাধ্যমে দুটি দলকে গ্রুপ-৪ এ উন্নীত করা হবে। দল দুটি ২০২৫ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া অঞ্চল গ্রুপ-৪ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বাংলাদেশ দল-
# জারিফ আবরার - সেনানিবাস অফিসার্স ক্লাব, ঢাকা
# মো: হানিফ মুন্না - জাতীয় টেনিস কমপ্লেক্স
# মোহাম্মদ রুস্তম আলী, আমেরিকান ক্লাব, ঢাকা
# মো: দ্বীন ইসলাম - ইন্টারন্যশনাল ক্লাব, ঢাকা
#দলের ক্যাপ্টেন : মো: আলমগীর হোসেন - জাতীয় টেনিস কমপ্লেক্স

বিজ্ঞাপন