সহকর্মীদের আর্থিক সহায়তায় টেনিসের বিগ থ্রি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোভাক জোকোভিচ-রজার ফেদেরার-রাফায়েল নাদাল গড়ছেন তহবিল, ছবি: সংগৃহীত

নোভাক জোকোভিচ-রজার ফেদেরার-রাফায়েল নাদাল গড়ছেন তহবিল, ছবি: সংগৃহীত

কোর্টে, মাঠে, কোর্সে বা সার্কিটে কোথাও কোনো খেলাধুলা নেই। ক্রীড়াবিদরা এখন ঘরবন্দী। লকডাউনে বাইরে বের হওয়াও যে এখন দায়। ৭ জুন পর্যন্ত স্থগিত পেশাদার টেনিস মৌসুম। যে কারণে আর্থিক সমস্যায় আছেন টেনিস র‌্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড়রা। খেলা না থাকায় তাদের আয়-রোজগার যে পুরোপুরি বন্ধ।

করোনাভাইরাস মহামারীতে টেনিসের সেই সব সহকর্মীদের সহযোগিতায় এগিয়ে এসেছেন টেনিসের বিগ থ্রি খ্যাত নোভাক জোকোভিচ, রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। এজন্য টেনিসের এই ত্রয়ী সুপারস্টার মিলে গড়ছেন তহবিল। তিনবারের মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন স্তানিসলাস ওয়ারিঙ্কাকে ইনস্টাগ্রাম লাইভ সেশনে তেমনটাই জানিয়েছেন সার্বিয়ান নাম্বার ওয়ান জোকোভিচ।

বিজ্ঞাপন

এটিপি ট্যুর ও ডব্লিউটিএ ট্যুরের সঙ্গে বন্ধ এখন এটিপি চ্যালেঞ্জার্স ট্যুর ও আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুর। এ কারণেই র‌্যাঙ্কিংয়ের নিচের সারির টেনিস খেলোয়াড়দের জীবিকা নির্বাহ করাটাই এখন কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

করোনার ছোবলে বাতিল হয়ে গেছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। আর চার মাস পিছিয়ে সেপ্টেম্বরে চলে গেছে ফ্রেঞ্চ ওপেন। ইউএস ওপেন আগস্টে কোর্টে গড়াবে কিনা তার সিদ্ধান্ত আসবে জুনে। টোকিও অলিম্পিক ও লেভার কাপ দুটোই পিছিয়ে গেছে ২০২১ সালে।

বিজ্ঞাপন

আর্থিক কষ্টে ভোগা খেলোয়াড়দের সহায়তার লক্ষ্যে ৩-৪.৫ মিলিয়ন ডলারের তহবিল গড়ার ধারণা নিয়ে ছেলেদের রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার ও ১৯ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ১৭ গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। এই অর্থ পাবে ২০০-৭০০ র‌্যাঙ্কিংধারী খেলোয়াড়রা।

ক্যারিয়ারে জোকোভিচ কোর্ট থেকে আয় করেছেন প্রায় ১৪৪ মিলিয়ন ডলার। ফেদেরার ১৩০ মিলিয়ন ডলার আর নাদাল ১২১ মিলিয়ন ডলার। এই হিসাব স্পন্সরশিপ চুক্তি ছাড়াই।