কোয়ার্টার ফাইনালে নাদাল, কারবারের বিদায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাফায়েল নাদাল, ছবি: সংগৃহীত

রাফায়েল নাদাল, ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর এক লড়াই জিতলেন রাফায়েল নাদাল। চার সেটের ম্যাচটিই শুধু জিতলেন না স্প্যানিশ এ সুপারস্টার। ক্লে-কোর্টের এ রাজা পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে।

চতুর্থ রাউন্ডের ম্যাচে ১৯ গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল ৬-৩, ৩-৬, ৭-৬ (৮-৬) ও ৭-৬ (৭-৪) গেমে হারান অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে। তবে খেলা শুরুর আগে প্রয়াত কোবে ব্রায়ান্টের স্মরণে তার জার্সি গায়ে জড়িয়ে কোর্টে ঢুকেন অশ্রুসজল গিরগিওস।

বিজ্ঞাপন

সেমি-ফাইনালে উঠতে শেষ আটের ম্যাচে অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে মোকাবেলা করবেন নাদাল।

তবে মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন অ্যাঞ্জেলিক কারবার। জার্মানির এ তারকা ৭-৬ (৭-৫), ৬-৭ (৪-৭) ও ২-৬ গেমে হার মানেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেনকোভার কাছে।

বিজ্ঞাপন

শেষ আটে পৌঁছে গেছেন স্পেনের গার্বিন মুগুরুজা ও রোমানিয়ার সিমোনা হ্যালেপ। মুগুরুজা ৬-৩ ও ৬-৩ গেমে হারান নেদারল্যান্ডসের কিকি বার্টেনসকে। পরের ম্যাচে তার প্রতিপক্ষ পাভলুচেনকোভা। হ্যালেপ ৬-৪ ও ৬-৪ গেমে জেতেন এলিসে মার্টেন্সের বিপক্ষে।