ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকার বিদায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হেরে হতাশ বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা, ছবি: সংগৃহীত

হেরে হতাশ বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা, ছবি: সংগৃহীত

সেরেনা উইলিয়ামসের বিদায়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে শুরু হয়েছে তারকা পতন। তারই ধারাবাহিকতায় বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। জাপানের এ তারকা ৬-৩ ও ৬-৪ গেমে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের টিনেজার কোকো গাউফের কাছে।

১৫ বছরের গাউফ চমক দেখিয়ে পৌঁছে গেলেন মেলবোর্নের এ আসরের চতুর্থ রাউন্ডে। ম্যাচ জিতলেন মাত্র ৬৭ মিনিটেই।

বিজ্ঞাপন

অঘটনের জন্ম দিয়ে নাওমি ওসাকাকে বিদায় করলেন কোকো গাউফ, ছবি: সংগৃহীত


গত বছরের ইউএস ওপেনে প্রথমবার ওসাকার মুখোমুখি হয়ে ছিলেন গাউফ। সে লড়াইয়ে বিজয়ের হাসি হেসে ছিলেন ওসাকাই। কিন্তু মেলবোর্নের লড়াইয়ে সেই হারের মুধুর প্রতিশোধ নিলেন এ মার্কিন খেলোয়াড়।

বিজ্ঞাপন

বছরের প্রথম এ গ্র্যান্ড স্ল্যাম আসরের চতুর্থ রাউন্ডের ম্যাচে গাউফ হয় চীনের ঝ্যাং শুই নয়তো আমেরিকার সোফিয়া কেনিনের বিপক্ষে খেলবেন।