মেলবোর্নে সেরেনা উইলিয়ামসের পতন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

একটু আগে ভাগে বিদায় নেওয়ায় হতাশ সেরেনা উইলিয়ামস, ছবি: সংগৃহীত

একটু আগে ভাগে বিদায় নেওয়ায় হতাশ সেরেনা উইলিয়ামস, ছবি: সংগৃহীত

দ্বিতীয় রাউন্ডের বৈতরণী পেরিয়ে গিয়ে ছিলেন দাপটের সঙ্গেই। কিন্তু তৃতীয় রাউন্ডের লড়াইয়ে এসেই ছন্দ পতন সেরেনা উইলিয়ামসের। চীনের ওয়াং কিয়াংয়ের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন মার্কিন এ সুপারস্টার।

২৮ বছরের সেরেনা ৬-৪, ৬-৭ (২-৭) ও ৭-৫ গেমে হার মানেন ২৭তম বাছাই কিয়াংয়ের কাছে। ফলে ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরো বেড়ে গেল টেনিসের এ মহাতারকার।

বিজ্ঞাপন

২০০৬ সালের পর সবচেয়ে আগে ভাগে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস।

তবে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। বর্তমান চ্যাম্পিয়ন এ তারকা ৮৫ মিনিটের লড়াইয়ে জাপানিজ প্রতিপক্ষ ইয়োশিহিতো নিশিওকাকে ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে হারিয়ে দেন। জিতে চতুর্থ রাউন্ডে জোকোভিচের সঙ্গী হয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

বিজ্ঞাপন