অস্ট্রেলিয়ান ওপেন খেলেই অবসরে যাবেন ওজনিয়াকি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যারোলিন ওজনিয়াকি, ছবি: সংগৃহীত

ক্যারোলিন ওজনিয়াকি, ছবি: সংগৃহীত

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলেই র‌্যাকেট তুলে রাখবেন ক্যারোলিন ওজনিয়াকি। বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ার থেকে অবসর নিবেন সাবেক এ নাম্বার ওয়ান।

সবে ২৯ বছরে পা দিয়েছেন। এতো আগে টেনিস ছেড়ে দিচ্ছেন কেন র‌্যাঙ্কিংয়ের ৩৭তম খেলোয়াড় ওজনিয়াকি? তাহলে অসুস্থতার কারণেই কি সরে দাঁড়াচ্ছেন তিনি? নানা প্রশ্নই এখন ভেসে বেড়াচ্ছে চার দিকে। কেননা ২০১৮ সালে রূমাটয়েড বাত রোগ ধরা তার শরীরে।

বিজ্ঞাপন

বিষয়টি উড়িয়ে দিয়ে এ ডেনিশ সুন্দরী নিজের অবসর নিয়ে বলেন, ‘তার অবসর নেওয়ার সঙ্গে স্বাস্থ্যগত কোনো বিষয় জড়িত নয়। এবং একই সঙ্গে এটা বিদায়ও নয়।‘

নাকি পড়াশোনায় মনোযোগী হতে টেনিসকে গুডবাই বলতে যাচ্ছেন ৩০টি ডব্লিউটিএ একক ট্রফি জয়ী ওজনিয়াকি। গেল সেপ্টেম্বরেই যে হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তবে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অবসরের ব্যাখ্যাও দিয়েছেন ২০১৮ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী, টেনিসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাইরের জীবনেই মনোযোগী হওয়ার পরিকল্পনাই নিয়েছেন তিনি। সঙ্গে স্বামী নিউইয়র্ক নিকসের বাস্কেটবল খেলোয়াড় ডেভিড লি-র সঙ্গে শুরু করতে চান সংসার জীবন।