স্পেনকে ষষ্ঠ ডেভিস কাপ এনে দিলেন নাদাল

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডেভিস কাপ চ্যাম্পিয়ন স্প্যানিশ খেলোয়াড়দের উচ্ছ্বাস, ছবি: সংগৃহীত

ডেভিস কাপ চ্যাম্পিয়ন স্প্যানিশ খেলোয়াড়দের উচ্ছ্বাস, ছবি: সংগৃহীত

দুরন্ত এক জয় পেলেন রাফায়েল নাদাল। সুবাদে কানাডাকে হারিয়ে এ টেনিস মেগাস্টার ডেভিস কাপ শিরোপা উপহার দিলেন জন্মভূমি স্পেনকে। এবং সেটা দেশের মাটিতেই।

এনিয়ে ডেভিস কাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলল স্পেন।

বিজ্ঞাপন

স্প্যানিশ সুপারস্টার নাদাল কানাডার ডেনিস শাপোভালোবকে ৬-৩ ও ৭-৬ (৯-৭) গেমে হারাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় স্পেনের।

বাবার মৃত্যুর তিন দিন বাদে মাদ্রিদের কোর্টে ফিরেই স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন রবার্তো বাতিস্তা আগাত। উদ্বোধনী ম্যাচে ১৯ বছরের ফেলিক্স আগার-অ্যালিয়াসিমকে ৭-৬ (৭-৩) ও ৬-৩ গেমে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাতিস্তা আগাত।

বিজ্ঞাপন

পরে ক্লে-কোর্টের রাজা নাদাল জিতলে ২-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়ে যায় স্পেন। পরে আর দ্বৈত ম্যাচটি খেলতে নামেনি কানাডা। ট্রফির সঙ্গে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়নরা পেয়েছে ২.১ মিলিয়ন ইউরো।