ভারত-পাকিস্তান ডেভিস কাপ লড়াই নিরপেক্ষ ভেন্যুতে
ডেভিস কাপে লড়তে পাকিস্তান সফরে যাচ্ছে না ভারত। দুই প্রতিবেশী দেশের মধ্যকার বহুল আলোচিত এ টেনিস লড়াই ইসলামাবাদ থেকে সরিয়ে নিয়েছে ইন্টারন্যাশাল টেনিস ফেডারেশন (আইটিএফ)।
ভারত-পাকিস্তানের টেনিস লড়াই হবে এখন নিরপক্ষে ভেন্যুতে। খেলোয়াড়, ম্যাচ অফিসিয়্যাল ও দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) অনুরোধ রেখে সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে আইটিএফ।
আয়োজক দেশ হিসেবে পাকিস্তানই এখন নিরপেক্ষ ভেন্যু ঠিক করবে। এবং সেটা পাঁচ দিনের মধ্যে।
এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ ওয়ানে ভারত–পাকিস্তানের মধ্যে ডেভিস কাপে মুখোমুখি হওয়ার কথা ২৯ ও ৩০ নভেম্বর।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজও বন্ধ আছে অনেক দিন ধরে। ভারতের ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়নি ২০০৮ সালের পরে। আর পাকিস্তান সর্বশেষ ভারত সফর করে ২০১৩ সালে।