ফের নাম্বার ওয়ান নাদাল

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শীর্ষে ফিরলেন রাফায়েল নাদাল, ছবি: সংগৃহীত

শীর্ষে ফিরলেন রাফায়েল নাদাল, ছবি: সংগৃহীত

২০১৮ সালের ৪ নভেম্বর এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারিয়ে ছিলেন রাফায়েল নাদাল। ঠিক এক বছর পর আজ সোমবার, সেই ৪ নভেম্বর অষ্টমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন স্প্যানিশ এ সুপারস্টার।

বিশ্ব টেনিসের এক নম্বর খেলোয়াড় হিসেবে ১৯৭তম সপ্তাহে পা রাখলেন ১৯বারের এ গ্র্যান্ড স্ল্যাম জয়ী। এটিপি র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে (১৯৭৩ সাল থেকে) সবচেয়ে বেশি বয়সী এক নম্বর খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন ক্লে-কোর্টের রাজা। ২০১৮ সালে ৩৬ বছর বয়সে এক নম্বর হয়ে রেকর্ডটা এখন সুইস মহাতারকা রজার ফেদেরারের দখলে।

বিজ্ঞাপন

পঞ্চমবারের মতো এক নম্বর খেলোয়াড় হিসেবে বছর শেষ করার সুবর্ণ সুযোগও হাতছানি দিয়ে যাচ্ছে নাদালকে। তবে তার জন্য এটিপি ফাইনালসে ভালো করতে হবে তাকে। আর নজর রাখতে হবে জোকোভিচের পারফরম্যান্সের দিকে।

আর প্যারিস মাস্টার্স ট্রফি জিতেও দ্বিতীয় স্থানে নেমে গেছেন সার্বিয়ান মেগাস্টার নোভাক জোকোভিচ। তার পরে তৃতীয় স্থানে আছেন রজার ফেদেরার। 

বিজ্ঞাপন