ডব্লিউটিএ ফাইনালস থেকে ছিটকে গেলেন ওসাকা

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হতাশ নাওমি ওসাকা, ছবি: সংগৃহীত

হতাশ নাওমি ওসাকা, ছবি: সংগৃহীত

ডব্লিউটিএ ফাইনালস থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। কাঁধের চোটের জন্য শেনঝেনের এ আসরে খেলছেন না বিশ্বের তৃতীয় সেরা এ তারকা খেলোয়াড়।

টুর্নামেন্টে নিজের নতুন মিশন অবশ্য জয় দিয়ে শুরু করে ছিলেন জাপানের এ তারকা। নিজের উদ্বোধনী ম্যাচে ওসাকা হারিয়েছেন পেত্রা কেভিতোভাকে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টির বিপক্ষে কোর্টে নামার কথা ছিল তার।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ওসাকার বদলে এখন টুর্নামেন্টের রেড গ্রুপে খেলবেন বিশ্বের দশম সেরা খেলোয়াড় কিকি বার্টেনস।

নাওমি ওসাকা বলেন, ‘নিজের নাম প্রত্যাহার করে আমি হতাশ। কিন্তু এভাবে টুর্নামেন্ট বা মৌসুমটা শেষ করতে চাইনি। ফিটনেসের দিকে এখন মনোযোগ দিচ্ছি। প্রত্যাশা করছি আগামী বছর ফের এই টুর্নামেন্টে খেলতে পারব।’

বিজ্ঞাপন