টোকিও অলিম্পিকে কাটবে ফেদেরারের একক স্বর্ণপদকের খরা!

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অলিম্পিয়ান রজার ফেদেরার, ফাইল ছবি

অলিম্পিয়ান রজার ফেদেরার, ফাইল ছবি

বর্ণিল টেনিস ক্যারিয়ারে ট্রফি জয়ের সেঞ্চুরি করে ফেলেছেন রজার ফেদেরার (১০২)। ২০টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফিও শোভা পাচ্ছে তার ঘরে। অলিম্পিকের দ্বৈত ইভেন্টের স্বর্ণপদক গলায় ঝুলানোর অনুভূতির স্বাদ নিয়েছেন এ সুইস মহাতারকা। কিন্তু অলিম্পিকের এককে স্বর্ণপদক জেতা হয়নি তার। স্বর্ণপদকের সে খরা অলিম্পিকের টোকিও আসরেই ঝেড়ে ফেলতে চান বিশ্ব টেনিসের এ সুপারস্টার।

২০২০ সালের টোকিও অলিম্পিকে অংশগ্রহণের খবর নিশ্চিত করে ফেদেরার বলেন, ‘আমার মন পুনরায় অলিম্পিকে খেলার সায় দিয়েছে।’

বিজ্ঞাপন

স্বদেশী স্তানিসলাস ওয়ারিঙ্কার সঙ্গে জুটি বেঁধে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে টেনিসের দ্বৈত ইভেন্টে স্বর্ণপদক জেতেন ফেদেরার।

২০১২ সালে লন্ডন অলিম্পিকে এককের ফাইনালের টিকিটও কেটে ছিলেন। কিন্তু দাপুটে অ্যান্ডি মারের কাছে ২-৬, ১-৬ ও ৪-৬ গেমে হার মেনে নেন ৩৮ বছরের ফেদেরার। তবে ২০১৬ সালে রিও অলিম্পিকে অংশ নেননি ফেদেরার। এ আসরেও চ্যাম্পিয়ন হন মারে।

বিজ্ঞাপন

ফেদেরারের আগেই ৩২ বছরের সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ও ৩৩ বছরের স্প্যানিশ মেগাস্টার রাফায়েল নাদাল আগেই টোকিও আসরে খেলতে যাওয়ার খবর আগেই দিয়েছেন। তবে হিপ ইনজুরি কাটিয়ে কোর্টের লড়াইয়ে ফেরা মারে এখনো কোনো ঘোষণা দেননি।