প্রত্যাবর্তনেই জোকোভিচের শিরোপা

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাপান ওপেনে চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, ছবি: সংগৃহীত

জাপান ওপেনে চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে কোর্টের লড়াইয়ে ফিরেই শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। ছিনিয়ে নিলেন জাপান ওপেন ট্রফি। নিজের প্রত্যাবর্তনটাকে রাঙিয়ে রাখলেন শিরোপার রূপালি হাসিতে।

টোকিওয়ের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ হারিয়ে দিলেন ৮০ নম্বর খেলোয়াড় জন মিলম্যানকে। সরাসরি সেটে ৬-৩ ও ৬-২ গেমে সহজেই এ সুপারস্টার জিতলেন চলতি বছরের চতুর্থ শিরোপা। সব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৭৬তম ট্রফি।

কাঁধের ইনজুরির কারণে সেপ্টেম্বরে ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহারের পর এই প্রথম কোনো টুর্নামেন্টে অংশ নিলেন ৩২ বছরের এ সার্বিয়ান তারকা।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ৩০ বছরের তারকা মিলম্যানকে উড়িয়ে দিতে জোকোভিচ সময় নিয়েছেন মাত্র ৭০ মিনিট। পুরো টুর্নামেন্টে কোনো সেটই হারেননি ১৬ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ মেগাস্টার।