বিপিএলের দর্শকপ্রিয়তা বাড়ানোর রাস্তা দেখালেন সোহান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১২ সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এখন চলছে বিপিএলের ১১তম আসর। কিন্তু এতো দিনেও দর্শকপ্রিয়তায় বিশ্বের অন্য লিগগুলোর চেয়ে পিছিয়ে বিপিএল। আয়োজনের মান ও ফ্র্যাঞ্চাইজিগুলোর পেশাদারিত্ব নিয়েও আছে সমালোচনা।

তামিম ইকবালের পর রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানও আইপিএলের মতো ফ্যানবেজ গড়ে তুলতে এবং ফ্র্যাঞ্চাইজিদের আরও পেশাদার হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

টানা ৮ ম্যাচ জয়ের পর আজ দুর্বার রাজশাহীর কাছে হেরেছে রংপুর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের কারণ হিসেবে পাওয়ারপ্লের বোলিংকে দায়ী করে সোহান বলেন, ‘বোলিংয়ে পাওয়ারপ্লেতে ভালো শুরু করিনি। উইকেট ট্রিকি ছিল, তাও কিছু রান দিয়ে দিয়েছি। এতদিন ভালো খেলেছি, আজকের হার এলার্মিং। ক্রিকেট জিনিসটাই এরকম। ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। আসলেন, জিতবেন- এটা আশা করা ঠিক না।’

এসময় বিপিএলের দর্শকপ্রিয়তা বাড়াতে কি করতে হবে সে বিষয়েও পরামর্শ দেন রংপুরের অধিনায়ক। সোহান বলেন, ‘দেখুন, রংপুর বা বরিশালের যে ফ্যানবেজ, সিলেট-চট্টগ্রামে প্রচুর দর্শক। ভালো ফ্র্যাঞ্চাইজি আসলে, পেশাদারভাবে ফ্র্যাঞ্চাইজি চালালে দর্শক অনেক বেশি মাঠে আসবে। এটা মেইন পয়েন্ট। আমাদের বুঝতে হবে বিপিএলে প্রফেশনালিজম আছে। দলগুলোর জন্য আরও কিছু বিষয় আছে যা উন্নতি করা যায়।’

বিজ্ঞাপন

এর আগে তামিম ইকবাল ফ্যান বেজ দৃঢ় করার জন্য একেকটি ফ্র্যাঞ্চাইজিকে দীর্ঘ সময় এবং স্থায়ীভাবে দল গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘বিপিএল জনপ্রিয় করতে এই জিনিসগুলো জরুরী। ফ্র্যাঞ্চাইজিদের ফ্যানবেজ থাকবে। আইপিএলে যে একটা ব্যাপার হয়- এক খেলোয়াড় এক ফ্র্যাঞ্চাইজিতে ১০ বছর ধরে খেলছে। ফলে ওদের একটা ফ্যানবেজ হয়।আমাদের এখানেও যদি ফ্র্যাঞ্চাইজিগুলো এই প্যাটার্ণ ফলো করে তবে বিপিএলও অনেক জনপ্রিয় হবে।’