১০ বছর পর রঞ্জিতে ফিরে হতাশ হলেন রোহিত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা

রোহিত শর্মা

রানে ফিরতে ১০ বছর পর রঞ্জিতে খেলার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু ভারতের এই ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান খরা কাটছে না তার। বর্ডার-গাভাস্কার ট্রফিতে দলের ভরাডুবির পর নিজের র্ফম ফেরাতে রঞ্জিতে মনোযোগ দেওয়াটা যেনো কাজে দিচ্ছে না রোহিতের। আজ বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মিরের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র তিন রান করে মুম্বাইয়ের সাজঘরে ফিরতে হলো তাকে।

ফর্মহীনতায় ভোগা রোহিত দলের অস্ট্রেলিয়ার সফর শেষ করে সবার আগে রঞ্জিতে খেলার জন্য মুম্বাইয়ের শিবিরে যোগ দিয়েছেন। লম্বা সময়ের পরে শিবিরে ফিরে টানা অনূশীলনও সেরেছিলেন ভারতের দলপতি। তবে তাতেও কাজ হচ্ছে না তার। বিকেসিতে আজ সকালের ম্যাচে বেশ সুইং ছিলো বল। তাতে জবুথবু অবস্থা হয় রোহিতদের। তাতে ১৯ বল খেলে মাত্র ৩ রান তুলে আউট হন জম্মু-কাশ্মিরের উমর নাজিরের বলে।

বিজ্ঞাপন

তবে শুধু রোহিত নয়, এ ম্যাচে সুইং বোলিংয়ের কারণে মুম্বাই দলের কেউ ভালো করতে পারেনি নি। ওপেনিংয়ে রোহিত সঙ্গ দেওয়া যশস্বী জসওয়াল করেন মাত্র ৪ রান। ব্যাট হাতে ব্যর্থ হয়েছে অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ারদের মতো তারকারাও। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে রোহিত শর্মার ব্যর্থতা। কারণটাও স্পষ্ঠ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অধিনায়কত্ব তার কাছে। তাতে রোহিত ভালো না করলে দল থেকে প্রত্যাশার অঙ্কটাও মিলাতে পারবে না বোর্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হওয়ার পর অবশ্য কঠোর অবস্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই)। ভারতীয় তারকাদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার বিষয়টি তখন বাধ্যতামূলক বলে জানিয়ে দেয় বোর্ড। বোর্ডের নির্দেশনার পর ঘরোয়া ক্রিকেটে নামার সিদ্ধান্ত নেন রোহিত। কিন্তু তাতেও সেই ব্যর্থতার চক্র থেকে বের হতে পারছেন না তিনি।

বিজ্ঞাপন