রিয়ালের শততম ক্লাবে ভিনি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের শততম গোল পূর্ণ করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নিজের শততম গোলের কীর্তি গড়ার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়েছে ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। যেখানে দুটো গোল এসেছে ভিনির পা থেকে।

শৈশবের স্বপ্ন ছিলো যে ক্লাব সেই ক্লাবের হয়ে শত গোলের রেকর্ড স্পর্শ করতে পেরে উচ্ছ্বসিত ভিনিসিয়ুস তারকা বিষয়ক ওয়েবসাইট মুভিস্টারকে বলেন, ‘এই জার্সিতে ১০০ গোল পূর্ণ করতে পেরে আমি খুব খুশি। আমি আশা করি এইভাবে চলতে পারব এবং অনেক গোল করতে পারব, এবং এই দলে একটি যুগ সৃষ্টি করতে পারব, যেটি আমার স্বপ্ন।’

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের হয়ে ষষ্ঠ মৌসুম খেলা ভিনি, ক্লাবের হয়ে ২৯১তম ম্যাচে ১০০ গোলের রেকর্ড পূর্ণ করেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস ছাড়াও, তার সহযাত্রী রদ্রিগো দুইটি গোল করেন। পাশাপাশি ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে গোলের তালিকায় নাম তোলেন ওই ম্যাচে।

দারুণ এই জয় রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরুর অস্বস্তিকর মুহূর্তগুলো কাটিয়ে ওঠতে সাহায্য করেছে। চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরুর আগে লিভারপুল, এসি মিলান এবং লিলের বিপক্ষে হেরেছিলো কার্লো আনচেলেত্তির শিষ্যরা। যার ফলে তাদের শেষ দুটি গ্রুপ ম্যাচে চাপের মধ্যে পড়তে হয়েছিলো।

বিজ্ঞাপন

তাতে এবারের আসরে লস ব্লাঙ্কোসরা ১৬তম স্থানে অবস্থান করছে। যেখানে তাদের আগে আছে বায়ার্ন মিউনিখ। আর বায়ার লেভারকুসেন আছে আট নম্বরে রয়েছে, যারা সরাসরি কোয়ালিফাইয়ের শেষ স্থান ধরে রেখেছে।