লিটন রানে ফিরবে বিশ্বাস সুজনের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিটন দাস

লিটন দাস

ব্যটিং ছন্দে না থাকা লিটন দাস এবার ফর্মের দেখা পান-এমনটাই চাইছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। বিপিএলে লিটন খেলবেন এই দলের হয়েই। সুজনের বিশ্বাস এখন থেকেই ফর্মের দেখা পাবেন এই তারকা ব্যাটার

সদ্য শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিংয়ে কোন ফরম্যাটেই ভালো কিছু দিতে পারেননি দলকে। ড্র হওয়া টেস্ট সিরিজে বাংলাদেশের চার ইনিংস মিলিয়ে মোট ৮৮ রান করেন লিটন। ওয়ানডে সিরিজেও বেহাল দশা। ধবলধোলাই হওয়া সেই সিরিজে লিটন মোট ৬ রান করেন। টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই ফেরত দিলেও ব্যাটে রানখরা যায়নি লিটনের। ৩ ম্যাচে ১৭ রান।

বিজ্ঞাপন

কোচ খালেদ মাহমুদ মনে করেন, লিটনের যত খারাপ সময় আছে সেটা ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজে। এখন ভালো সময় নিয়ে আসবে। তিনি বলেন, ‘এমন নয় যে লিটনের সোনালি সময় শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনো বাকি আছে। লিটন কঠোর পরিশ্রম করে, সবাই করে। কোথায় ওর সমস্যা হচ্ছে, সেটা আমি বলতে পারব না।

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে লিটন ১৯ ইনিংসে কোন ফিফটি পাননি। সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সবোর্চ্চ ৪২ রান করেন তিনি। লিটনের রানখরা দেখে মনখারাপ হয় জানিয়ে মাহমুদ বলেন, মন খারাপ লাগে যে এই ক্রিকেটারটা রান করে না। কারণ লিটন রান করলে দেখতেও ভালো লাগে, দলের জন্য উপকার হয়। লিটনের যেখানে থাকার কথা ছিল, সেখানে হয়তো নেই।

বিজ্ঞাপন

ব্যাটিং ব্যার্থতাকে কাটিয়ে আবারো ফর্মে ফিরে আসুক লিটন সেই প্রত্যাশা রেখেই খালেদ মাহমুদ বলেন, ‘আমি মনে করি যে অবশ্যই ওর মধ্যে সেই সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর। সে ওই রকম খেলোয়াড় যে একাই ম্যাচ জেতাতে পারে। আমি বিশ্বাস করি, ওর ভালো সময় এবার আমাদের সঙ্গে হবে। মনে করি, ব্যাটিংয়ে ও আমাদের প্রধান শক্তি।’