‘ফুটবলের উৎসব বসবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপে’

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি কার্লেস পুয়োল ‘ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫’-এর নতুন ৩২-দলের ফরম্যাটকে ‘ফুটবলের উৎসব’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই অতীতে ফিরে গিয়ে এই নতুন টুর্নামেন্টে খেলতে চাইতাম।’  

১৫ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ারে পুয়োল বার্সেলোনার হয়ে দশ বছর অধিনায়কত্ব করেছেন এবং ঘরোয়া ১২টি শিরোপাসহ তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং দু’বার বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। স্পেনের হয়ে তিনি ২০০৮ সালের ইউরো এবং ২০১০ সালের ফিফা বিশ্বকাপও জিতেছেন।  

বিজ্ঞাপন

তবে পুয়োলের ক্যারিয়ার শুধু সাফল্যে ভরা ছিল না। ২০০৬ সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাশিওনালের কাছে হারের স্মৃতি এখনও তাকে কষ্ট দেয়। তিনি বলেন, ‘প্রথম বছর যখন আমি এই টুর্নামেন্টে খেলি, তখন আমরা হেরে যাই। আমি এখনও মনে করি, যখন ছোট ছিলাম, বার্সেলোনা সাও পাওলোর কাছে হারল। সেই হার আমাকে হতাশ করেছিল। পরে আমি এই টুর্নামেন্টে আবার খেলার সুযোগ পাই এবং দু’বার জিততে পেরে সত্যিই খুশি হয়েছিলাম।’  

বার্সেলোনা ২০০৯ এবং ২০১১ সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে প্রথম ক্লাব হিসেবে টুর্নামেন্টটি দু’বার জয়ের কৃতিত্ব অর্জন করে। ২০১১ সালের ফাইনালে তারা সান্তোসকে হারায়, যেখানে তরুণ নেইমার চমৎকার পারফর্ম করে ব্রোঞ্জ বল পুরস্কার জেতেন। 

বিজ্ঞাপন

২০২৫ সালের নতুন ফরম্যাটে পুয়োলের প্রিয় বার্সেলোনা জায়গা পায়নি। এ নিয়ে পুয়োল বলেন, ‘আমার দল খেলবে না, এটা দুঃখজনক। তবে এটি ফুটবল। পরেরবারের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই প্রতিযোগিতা একটি ফুটবল উৎসব হবে, যেখানে আমরা দুর্দান্ত ম্যাচ উপভোগ করতে পারব।’  

তিনি আরও যোগ করেন, ‘নতুন ফরম্যাটটি দারুণ। যদি সুযোগ থাকত, আমি অবশ্যই খেলতে চাইতাম। এটি একটি সুন্দর এবং আকর্ষণীয় ইভেন্ট হতে চলেছে।’