স্মিথের সেঞ্চুরি, অস্ট্রেলিয়া থামল ৪৭৪ রানে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

স্মিথের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে দ্বিতীয় দিনের খেলায় রান পাহাড় গড়ে তুলেছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে স্মিথ তার ক্যারিয়ারের ৩৪তম টেস্ট সেঞ্চুরি করেন। তার অনবদ্য ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৪৭৪ রান তুলে। 

সকালের খেলায় স্টিভেন স্মিথ এবং অধিনায়ক প্যাট কামিন্স আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে রান তোলার গতি বাড়ান। কামিন্স ৬৩ বলে ৪৯ রান করে আউট হলেও স্মিথ অপরাজিত থেকে ক্রিজে আছেন। তিনি ১৯৭ বল খেলে ১৩টি চারের সঙ্গে ৩টি ছক্কা মেরে ১৪০ রান করেছেন। তার সঙ্গে মিচেল স্টার্ক অপরাজিত রয়েছেন, যিনি ৩৫ বলে ১৫ রান করেছেন। 

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার ইনিংসের ভিত্তি তৈরি হয়েছিল প্রথম দিনের স্যাম কনস্টাস ও উসমান খাজার ওপেনিং জুটিতে। ১৮ বছর বয়সী কনস্টাটস ঝড়ো ৬০ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন। উসমান খাজা করেন ৫৭ রান, যেটি জসপ্রীত বুমরাহের বলে শেষ হয়। প্রথম চার ব্যাটসম্যানের অর্ধশতক ইনিংসের ওপর ভর করেই অস্ট্রেলিয়া দল নিজেদের শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

ভারতীয় বোলারদের বেশিরভাগ সময় সংগ্রাম করতে হয়েছে। রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ কিছুটা সাফল্য পেলেও তারা অস্ট্রেলিয়ার রান তোলার গতি থামাতে ব্যর্থ হয়েছেন। স্মিথের ক্লাসিক ইনিংসের সঙ্গে কামিন্স এবং স্টার্কের সহযোগিতায় অস্ট্রেলিয়া এখন বড় সংগ্রহ তুলে নিয়েছে।

বিজ্ঞাপন