সাফ জিতে দেশ সংস্কারের প্রেষণা দিতে চান সানজিদা
ভেন্যু এক, প্রতিপক্ষও মিলে গেল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ আজ খেলবে সেই নেপালের বিপক্ষে। সেবার ফাইনাল জিতে বাংলাদেশ তাদের মেয়েদের বরণ করে নিয়েছিল ছাদখোলা বাসে। এমন কিছু সম্ভব হয়েছিল সানজিদা আক্তারের এক ফেসবুক স্ট্যাটাসে।
আজ বাংলাদেশ সময় ৬টা ৪৫ মিনিটে সাফের ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সানজিদা এবারের ফাইনালের আগে আবারও সরব হলেন ফেসবুকে। জানালেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার দায়িত্বটা আরও বেশি। সে কারণেই শিরোপাটা ধরে রাখতে মরিয়া তার দল।
২০২২ সাফের আগে সানজিদা লিখেছিলেন, ‘ছাদখোলা বাসে চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।‘ এই স্ট্যাটাস এরপর বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসেরই অংশ হয়ে গেছে।
বাংলাদেশ এরপর শিরোপা জিতেছে। দেশে ফিরে সানজিদারা দেখেন তাদের জন্য ছাদখোলা বাস প্রস্তুত। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবন পর্যন্ত। ২০২৪ ফাইনালের আগে সে স্মৃতির কথাই মনে করিয়ে দেন বাংলাদেশি এই ফরোয়ার্ড।
তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘২০২২ সালে ছাদখোলা বাসে উদ্যাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিল প্রথম, আমাদের জন্যও ছিল অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিল, একই সঙ্গে তপ্ত রোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদের আন্দোলিত করেছে।’
আগের বার চাপ ছিল না দলের ওপর। তবে এবার আছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার চাপ, শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। সেটা সানজিদাও জানেন, ‘আগেরবার যেটি ছিল প্রথমবার অর্জনের চেষ্টা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।’
সানজিদা জানান, দেশ সংস্কারের অনুপ্রেরণা দিতেই আজকের শিরোপাটা জিততে চান তারা। বললেন, ‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেষণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীর জন্য আরেকবার উদ্যাপনের উপলক্ষ হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাব ইনশা আল্লাহ্। আমাদের জন্য দোয়া করবেন।’