টেস্ট ক্রিকেটে লিটনের চতুর্থ সেঞ্চুরি

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের আজ তৃতীয় দিনের শুরুটা বাজে হয়েছিল বাংলাদেশের। দলীয় মাত্র ২৬ রান থাকা অবস্থায় প্রথম ৬টি উইকেট সফরকারীরা। সেখান থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ভর করেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৬৫ রানের জুটি গড়ার পর মিরাজ সাজঘরে ফিরলেও লিটন টিকে থাকেন উইকেটে। নিজের সেঞ্চুরিও তুলে নিলেন এই টাইগার ব্যাটার।

ব্যাটিং ধ্বসের এই দিনে লিটনের এই দারুণ ব্যাটিং পারফরম্যান্সটাই যেন প্রয়োজন ছিল বাংলাদেশের। লাল বলের ফরম্যাটে এটি ছিল লিটনের চতুর্থ সেঞ্চুরি এবং পাকিস্তানের বিপক্ষে এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২১ সালে চট্টগ্রামে এই পাকিস্তানের বিপক্ষেই শতকের দেখা পেয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

আজ রাওয়ালপিন্ডির মাঠে ১৭১ বলে ব্যক্তিগত শতকের দেখা পান লিটন। সেঞ্চুরির এই ইনিংসে ছিল ১১টি চার এবং ২টি ছক্কার মার।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২১৮ রান। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে রানের খাতা সচল রেখেছেন লিটন।