জোড়া গোল করে ব্রাজিলকে জেতালেন রাফিনিয়া
আগের ম্যাচে শেষ মুহূর্তে জয় তুলে নিয়েছিল ব্রাজিল। তবে আজ পেরুর বিপক্ষে জয়ের জন্য এত সময় অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। রাফিনিয়ার জোড়া গোলে ভর করে দলটা জয় তুলে নিয়েছে ৪-০ গোলে।
শুরু থেকে দাপুটে পারফর্ম করা ব্রাজিলকে ৩৮ মিনিটে এগিয়ে দেন রাফিনিয়া। পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানোর হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। রাফিনিয়া পেনাল্টি থেকে স্বাগতিকদের লিড এনে দেন।
দ্বিতীয়ার্ধে সেই জামব্রানো আবারও ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন। বক্সের ভেতরে সাভিনহোকে ফাউল করেন তিনি। রাফিনিয়া ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের লিড দ্বিগুণ করেন।
বদলি খেলোয়াড় পেরেইরা ৭২তম মিনিটে লুইজ হেনরিকের ক্রস থেকে এক অসাধারণ ভলিতে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে নিচু শটে হেনরিক জয় নিশ্চিত করেন ব্রাজিলের।
এই জয়ের পর ব্রাজিল উঠে এল কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ৪র্থ স্থানে। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১৫।