বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে এর আগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কেবল খেলেছেন সাকিব আল হাসান। তবে সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আরও এক নাম। বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেলেন রিশাদ হোসেন। সিডনিতে আজ (রোববার) টুর্নামেন্টটির ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে বাংলাদেশি এই অলরাউন্ডকে দল ভেড়াল হোবার্ট।

সব ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের অধীনে খেলতে যাচ্ছেন রিশাদ। কেননা বিশ ব্যাশের এই দলটিতে এবার হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন পন্টিং।

বিজ্ঞাপন

তবে দল পেলেও রিশাদের অস্ট্রেলিয়ায় খেলা নিয়ে আছে শঙ্কা। বিগ ব্যাশের আসন্ন ১৪তম আসরটি শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। যা চলনে পরের বছরের ২৭ জানুযারি পর্যন্ত। বিপিএলও সেই সময়েই চলার কথা। এছাড়া নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে সফর যাবে বাংলাদেশ দল। সব মিলিয়ে টাই সূচির মারপ্যাঁচে বেঁধে থাকল রিশাদের অস্ট্রেলিয়া যাত্রা। 

অবশ্য রিশাদ বিগ ব্যাশে কয়েকটা ম্যাচ হলেও খেলতে চান। দল পাওয়ার পর দেশের শীর্ষ সারির এক গণমাধ্যমে তিনি বলেন, ‘ওই সময় আমাদের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফর থাকার কথা। এর মধ্যে যদি সুযোগ হয়, তাহলে নিশ্চয়ই বিগ ব্যাশে খেলতে চাইব।’