ভারতের অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এক দিনের ও চার দিনের আলাদা দুটি সিরিজ খেলবে ভারতের যুবারা। সেই দুই সিরিজের ভারত অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলেন দেশটির জাতীয় দলের সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়।

সেপ্টেম্বর ও অক্টোবরের সেই সিরিজ দুটিকে সামনে রেখে আজ (শনিবার) দল ঘোষণা করে দেশটির সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিসিসিআই। সেখানেই প্রথমবারের মতো ডাক পেলেন ১৮ বছর বয়সী সামিত।

বিজ্ঞাপন

বর্তমানে বেঙ্গালুরুতে মহারাজা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন সামিত। সেখানে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে মোট রান করেছেন ৮২। বোলিং করেননি একটি ম্যাচেও।

বাবা রাহুল দ্রাবিড়ের পরিচয় যেন আলাদা করে দেওয়ার দরকারই পড়ে না। ‘দ্য ওয়াল’ খ্যাত এই সাবেক ভারতীয় ক্রিকেটার পুরোদস্তুর ব্যাটার হলেও ছেলে সামিত অলরাউন্ডার। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি করেন মিডিয়াম পেস বোলিং।

অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে আগে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই ম্যাচ তিনটি যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। পরে প্রথম চার দিনের ম্যাচ শুরু ৩০ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ৭ অক্টোবর।