নৌকার আকৃতিতে মাঠ বানানোর তো দরকার নেই, বললেন ফারুক

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আজ (শনিবার) পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন বোর্ডের অন্যান্য পরিচালক, আকরাম খান, ইফতেখার আহমেদ, নাজমূল আবেদীন, ফাহিম সিনহা, কাজী ইনাম, মঞ্জুরুল ইসলাম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

নতুন প্রকল্পিত স্টেডিয়ামটির নাম হওয়ার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম ‘দ্য বোট’। সে নামটা আর থাকছে না আর, এমনটা নিশ্চিত করলেন বিসিবি সভাপতি নিজেই। এমনকি নৌকার আকৃতিও থাকবে না স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

পূর্বাচলের এই স্টেডিয়ামটির জন্য সাড়ে ৩৭ একর জমি বরাদ্দ করা হয়েছে। তা পরিদর্শন করলেই আজ গিয়েছিলেন ফারুক আহমেদ এবং পরিচালকরা। অগ্রাধিকার ভিত্তিতে এখানে দুটি খেলার মাঠ বানানো হবে বলে জানান তিনি।

‘দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’

ফারুক আরও বলেন, ‘আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারব না। সে জন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট—অনেক খেলা। এখন সে জন্য মাঠটা তৈরি করব।’

এই মাঠের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগ সরকারের দুটো প্রধান বিষয়। শেখ হাসিনার নামে স্টেডিয়ামের নাম, আর তাদের দলীয় প্রতীক নৌকা। স্টেডিয়ামের আকৃতি হওয়ার কথা ছিল নৌকার আদলে।

এ প্রসঙ্গে বিসিবি প্রেসিডেন্ট জানান, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব। নাম বদলানোর বিষয়টা এটা ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’