চা বিরতির আগে চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল স্বাগতিকরা। এরপর মিরাজের জোড়া আঘাতে নড়বড়ে হয়ে যায় পাকিস্তানের পারফরম্যান্স। সামলে ওঠার আগেই সাউদ শাকিলকে নিজের দ্বিতীয় শিকার বানান তাসকিন আহমেদ। এরপর বাবর-রিজওয়ান জুটি হাল ধরা শুরু করে ধীরে ধীরে রানের পাল্লা ভারি করতে থাকে স্বাগতিকরা। ঠিক তখনই বাবর আজমের উইকেট তুলে নিয়ে নিজের জানান দেন সাকিব আল হাসান।

এর আগে মধ্যাহ্ন বিরতির পর স্পিনার মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফেরান দুই সেট ব্যাটার শান মাসুদ ও সাইম আইয়ুবকে। তখনই খেলা চলে আসে টাইগার বোলারদের নিয়ন্ত্রণে।

বিজ্ঞাপন

তবে কাঁধে ব্যাথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে। ইনিংসের ৫৩তম ওভারে হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ানের স্ট্রেট ড্রাইভ আটকানোর চেষ্টা করেন মুশফিক, ডাইভ দিয়ে আঘাত পেয়েছেন তিনি। 

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হলো দ্বিতীয় দিনে এসে। প্রথম দিনের খেলা ভেস্তে গেছে বৃষ্টিতে। টেস্টের দ্বিতীয় দিনে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইনিংসের প্রথম ওভারের পর থেকেই উইকেটের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। অবশেষে ২৮তম ওভারে সেই ডেডলক ভাঙেন মিরাজ। লেগ বিফোরের ফাঁদে ফেরান অধিনায়ক মাসুদ। সেখানে রিভিও নিয়েও বাঁচেননি এই বাঁহাতি ব্যাটার। তিনি ফিরেছেন ৫৭ রান করে।

উইকেটে এখন টিকে আছেন প্রথম ম্যাচে পাকিস্তানের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখানো মোহাম্মদ রিজওয়ান। ১৮ রানে অপরাজিত আছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন সালমান আঘা। এখনো রানের খাতা খোলা হয়নি তার।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তানঃ ১৮৩/৫ (৫৫ ওভার); সাইম ৫৮, শান ৫৭, বাবর ৩১, রিজওয়ান ১৮*; তাসকিন ২-৩২, মিরাজ ২-৪২, সাকিব ১-১১