সৌম্যর কাছে অনেক প্রত্যাশা শান্তর

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌম্য সরকার জাতীয় দলে আবার নিয়মিত হয়েছেন। তবে ফর্মের অবস্থা ভালো নয়। তার কাছে দলের যেমন পারফরম্যান্সের প্রত্যাশা, তা এখনো পূরণে ব্যর্থ এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই খেলেছেন সৌম্য। এই সিরিজে সাকুল্যে তার ব্যাট থেকে এসেছে ৪৯ রান। তিন ম্যাচে তিন ওভার বল করে পেয়েছেন ১ উইকেট।

তবে দলের অন্যতম এই অলরাউন্ডারের কাছে নাজমুল হোসেন শান্তর প্রত্যাশা আরও বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সেটাই বললেন জাতীয় দলের অধিনায়ক, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু মিলিয়ে ওর কাছ থেকে শতভাগ পেতে চাই।’

বিজ্ঞাপন

সৌম্যর ধারাবাহিকতা নিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই প্রশ্ন উঠছে। মাঝেসাঝে একটা-দুটো বড় ইনিংস খেললেও ধারাবাহিকভাবে পারফর্ম কড়া হয়ে ওঠে না তার। সৌম্য নিজে বিষয়টা নিয়ে কাজ করছেন বলে জানালেন শান্ত, ‘গত সিরিজে ওয়ানডেতে অনেকদিন পর ফিরল। তিনটা ম্যাচ খেলল, তার ভেতরে একটাতে বড় ইনিংস খেলল একটাতে মাশাল্লাহ। ধারাবাহিকতা সবারই প্রয়োজন আছে। আলাদাভাবে সৌম্যের একার প্রয়োজন সেটা বলব না। প্রত্যেকেটটা ব্যাটারকে এই জায়গায়  উন্নতির দরকার আছে। সৌম্য নিজেও এটা নিয়ে কাজ করছে।’

সৌম্য সহজাত পজিশনে খেলার সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবেন বলে বিশ্বাস শান্তর, ’গত সিরিজে যদি চিন্তা করা যায় ওরকম কন্ডিশনে ওরকম একটা ইনিংস খেলা অবশ্যই আমাদের দলের জন্য অনেক বড় ব্যাপার। আশা করি যদি ও যদি সুযোগ পায় ওর যে জায়গায় ওখানে ব্যাট করলে ভালো করবে।’

আগামীকাল (বুধবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।