অপরাজিত তকমা ধরে রাখার লড়াইয়ে ভারত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম রাউন্ডের আজ (রবিবার) শেষ ম্যাচ। ভারতের জন্য এই ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। দারুণ এক সময় পার করছে স্বাগতিকরা। ব্যাটে-বলে দুইয়েই ছন্দে আছেন কোহলি-শামিরা।

আসরের আগের আট ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে ভারত। তাদের জন্য এই ম্যাচ কেবলই নিয়মরক্ষার। একইসঙ্গে আরও একটি জয় তুলে নিয়ে আপরাজিত তকমা ধরে রেখে প্রথম পর্ব শেষ করার।

বিজ্ঞাপন

অন্যদিকে ডাচরা ইতিমধ্যেই সেমির পথ থেকে ছিটকে গেছে। তবে তাদের জন্য এই বিশ্বকাপে বড় অর্জনের একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয়। যদিও পরবর্তীতে তারা একদিনের ক্রিকেটের আরেক শক্তিশালী দল বাংলাদেশের বিপক্ষে পেয়েছে বড় জয়। তাদের সামনে এখন আরও একটি অঘটন ঘটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে পোঁছানোর সুযোগ। যদিও সেই পথ মোটেও সহজ না। সামনে আসরের সবচেয়ে শক্তিশালী দল।

দল দুটি আজ মুখোমুখি হচ্ছে নিজেদের নবম ম্যাচে। বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।