হতাশার বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক হতাশার বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। গতকাল (শনিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের নবম ও শেষ ম্যাচ খেলে শান্ত-মুশফিকরা। ব্যাট হাতে নৈপুণ্য দেখালেও ৩০৬ রানের লক্ষ্য দিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। তার পর দিনই দেশে ফিরল বাংলাদেশ দল। সঙ্গে ফিরেছেন তাদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় এসে পৌঁছান শান্ত-মিরাজরা। সকাল ৯টার দিকে ফেরা কথা থাকলেও ফ্লাইট বিলম্ব থাকায় দেড় ঘণ্টা পর পৌঁছায় দল। বিমানবন্দর অভ্যন্তরের আনুষ্ঠানিকতা শেষ করে আনুমানিক ১১টার দিকে সেখান থেকে বের হন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

বিশ্বকাপের গত তিন আসরের প্রত্যেকটিতে তিনটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার আশা ছিল আরও খানিকটা বেশি। তবে সেই আশা গুড়েবালি। নয় ম্যাচের কেবল দুটিতে জিতে আপাতত সাকিবদের অর্জন চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা।

খুব বেশি একটা বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা আগামী ২১ নভেম্বর  বাংলাদেশ সফরে আসছে কিউইরা। আগামী ২১ নভেম্বর তারা পোঁছাবে ঢাকায়। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।