আইসিসির নিষেধাজ্ঞা বেআইনি: লঙ্কান ক্রীড়ামন্ত্রী

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যর্থ এক বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তবে এর পরপরই সবচেয়ে বড় দুঃসংবাদটা পেয়েছে তারা। সরকারের হস্তক্ষেপের ফলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) নিষেধাজ্ঞার শিকার হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিষয়টি অবশ্য মেনে নেয়নি দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। আইসিসির এই নিষেধাজ্ঞাকে বেআইনি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)-কে স্থগিত করার আগে সংস্থাটি সঠিক পদ্ধতি অনুসরণ করেনি বলে অভিমত তার। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করা ও সেখানে কাজ না হলে পরবর্তীতে কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টসের (সিএএস) কাছে যাওয়ার কথা বলেন রানাসিংহে। বলেন, ‘এ ব্যাপারে আমরা আইসিসির সঙ্গে কথা বলব। যদি সেখানে ব্যর্থ হয়, তাহলে আমরা কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টসের (সিএএস) কাছে যাব।’

বিজ্ঞাপন

আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে তিনি আরও বলেন, ‘আইসিসি এই সিদ্ধান্তটি সালিসিভাবে নিয়েছে। আমরা জানি না কিসের ভিত্তিতে এই স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। সাধারণত একটি দলকে স্থগিত করার আগে একটি দীর্ঘ প্রক্রিয়া থাকে, বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে সমস্ত সদস্য দেশ ভোট দেয়। তবে আমাদের ক্ষেত্রে, তারা সেই পদ্ধতি অনুসরণ করেনি। কাজেই স্থগিতাদেশটি বেআইনি।’

এর আগে, শুক্রবার রাতে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে শ্রীলঙ্কার ওপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। যেখানে তারা বলে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) সদস্য হিসেবে নিয়মভঙ্গ করেছে। সম্প্রতি দেশটির ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করেছে সরকার। আর রাজনৈতিক হস্তক্ষেপের এই বিষয়টিই কাল হয়েছে শ্রীলঙ্কার জন্য।