রান আউটে শেষ মাহমুদউল্লার বিশ্বকাপ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অহেতুক রানের খোঁজে রান আউটে কাটা পড়ে অধিনায়ক শান্ত ফেরার পর নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। বয়সটা যখন ৩৮ ছুঁইছুঁই, তখন কার্যত নিজের শেষ বিশ্বকাপ খেলতেই এসেছেন তিনি।

দলের এটি আসরের শেষ ম্যাচ। তখন এটিও বলা যায়, নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে খেলতে নেমেছেন ডানহাতি মিডল অর্ডারের এই ব্যাটার। শুরু থেকেই ব্যাট হাতে তার আগ্রাসী মনোভাব দেখে মনে হচ্ছিল শেষ ম্যাচটা ভালোভাবেই রাঙিয়ে রাখবেন মাহমুদউল্লাহ। যেন এটিই শেষ বার ব্যাট হাতে বিশ্ব মঞ্চে নামা, রান কুঁড়িয়ে নেবারও এই শেষ। তবে সেটিকে বেশিক্ষণ দীর্ঘায়িত করতে পারলেন না তিনি। ফিরলেন রান আউটে কাটা পড়ে। এর আগে করেন ২৮ বলে ১ চার ও তিন ছক্কায় ৩২ রান।

বিজ্ঞাপন

শেষ খবর পাওয়া পর্যন্ত দলের সংগ্রহ ৪০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান।

বিশ্বকাপের চলমান আসরে বাংলাদেশের নয় ম্যাচের আটটিতেই খেলেছেন মাহমুদউল্লাহ। সেখানে সাত ইনিংসে ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি মিলিয়ে করেছেন ৩২৮ রান।