থিতু হয়ে ফিরলেন লিটনও

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো পেলেও তা ধরে রাখতে পারেননি লিটন দাস। এদিনও সেই পথে গেলেন লিটন। শুরুতে কিছুটা ধীরস্থির শুরু, পরে করলেন রানের চাকা সচল। এরপর হলেন থিতু। পরক্ষণেই হারালেন উইকেট। ৪৫ বলে ৩৬ রান করে ফেরেন অ্যাডাম জাম্পার বলে।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে বেশ সাবধানী অবস্থানে থেকে ব্যাট করতে থাকেন লিটন ও তানজিদ। শুরুর চার ওভারে কোনো বাউন্ডারির দেখা পাননি তারা। তবে এরপর ফিরতে থাকেন ছন্দে। চড়াও হন বোলারদের ওপর। প্রথম পাওয়ার প্লেতেই তুলে নেন ৬২ রান।

বিজ্ঞাপন

সেখান থেকে আক্রমণের ধার আরও এক মাত্রা বাড়াতে গিয়েই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৭৬ রানের ফেরেন তানজিদ হাসান তামিম। এর আগে ব্যক্তিগত খাতায় যোগ করেন ৩৪ রান।

বড় ইনিংসের আশা জাগিয়ে আরও একবার ব্যর্থ হলেন আরেক ওপেনার লিটন দাসও। দলীয় ১০৬ রানের মাথায় মারনাস লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।